এক সমীক্ষায় জানা গিয়েছে, বিয়ের পর ভারতের ৫৫ শতাংশ মানুষ নিজের জীবনসঙ্গীকে না জানিয়ে অন্য কারোর সঙ্গে লুকিয়ে সম্পর্ক স্থাপন করেন। সবচেয়ে অবাকজনক বিষয়, যারা বিবাহবহির্ভূত সম্পর্ক স্থাপন করেন, তাদের মধ্যে অধিকাংশই মহিলা বলে জানা গিয়েছে সমীক্ষায়। আর এই সমীক্ষা উঠে এসেছে বিবাহবহির্ভূত প্রেম করার ডেটিং অ্যাপ গ্লিডেন থেকে।৪৮ শতাংশ ভারতীয় মনে করেন একই সঙ্গে দুইজনের সঙ্গে প্রেমের সম্পর্কে রাখা যায়। ৪৬ শতাংশ মনে করেন সঙ্গীকে ধোঁকা দেওয়ার মধ্যে কোন দোষ নেই। ধরা পড়লে সঙ্গী ক্ষমা করে দেবে বলে আশা করেন ৬৯ শতাংশ। আর যারা বিবাহ বহির্ভূত সম্পর্ক স্থাপন করে তাদের মাঝে ৫৬ শতাংশই মহিলা। পাশাপাশি ওই সমীক্ষায় জানা গিয়েছে, সঙ্গী প্রেমে ঠকিয়ে ধরা পড়লে মাত্র সাত শতাংশ ভারতীয় শর্ত ছাড়াই তাদের ক্ষমা করে দেবেন। ৪০ শতাংশ প্রয়োজন হলে সঙ্গীকে ক্ষমা করতে ইচ্ছুক। এই সমীক্ষা চালানো হয়েছে ভারতের আট শহরে এক হাজার ৫২৫ বিবাহিত ব্যক্তির ওপর।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct