বঙ্গ বিজেপি ছেড়ে বেরিয়ে এলেন টলিউড অভিনেত্রী সুভদ্রা মুখোপাধ্যায়। দিল্লির দাঙ্গার পাশাপাশি দেশজুড়ে সাম্প্রতিক পরিস্থিতি দেখে তিনি দলের প্রতি আস্থা হারিয়েছেন।যার ফলে দাঙ্গার উস্কানি দেওয়া কপিল মিশ্র, অনুরাগ ঠাকুরদের মতো মানুষদের নীতি মেনে চলতে তিনি পারবেন না বলে জানিয়ে দিয়েছেন। আর তাই দল থেকে বেরিয়ে আসার সঙ্গে সঙ্গে দলের সদস্য পদ থেকে ইস্তফা দেওয়ার সিদ্ধান্ত নেন বাংলা টেলিভিশনের এই জনপ্রিয় অভিনেত্রী। সংশোধিত নাগরিকত্ব আইন বিরোধী ইস্যুতে এই মূহুর্তে জ্বলছে দেশের রাজধানি।সাম্প্রদায়িক হিংসা ও বিদ্বেষ ছড়াচ্ছে দেশজুড়ে। এ বিষয়ে সুভদ্রা বলেন, 'সত্যি বলতে, সাম্প্রতিক অতীতে দেশ জুড়ে যে সব ঘটনা ঘটে চলেছে তার বিরুদ্ধে মনে ক্ষোভ তৈরি হচ্ছিল। দ্বিতীয়বার যখন সরকার তৈরি করেন নরেন্দ্র মোদি, তখন অনেক প্রতিশ্রুতি দিয়েছিলেন। সেগুলির সঙ্গে একমত ছিলাম।তাই বিজেপি যোগ দিয়েছিলাম। কিন্তু বর্তমানে মোদি সরকার সেই প্রতিশ্রুতি থেকে অনেকটাই সরে এসেছে। তাই একজন সাধারণ মানুষ হিসেবে দলের কিছু কর্মকাণ্ডের সঙ্গে একমত হতে পারছিলাম না। তাই বিজেপি সদস্যপদ থেকে ইস্তফা দিলাম।' তিনি আরও বলেন, ' বিজেপিতে যোগ দিয়ে ভেবেছিলাম মানুষ এবার নিজেদের প্রাপ্য সম্মান পাবে। কিন্তু আদতে তার বিন্দুমাত্র হচ্ছে না। সম্মানেরই যেন বড় অভাব। দিল্লিতে যেভাবে হিংসা ছড়াচ্ছে, আগামিকাল যে কলকাতায় হবে না, এমন কেউ জোর দিয়ে বলতে পারে না। তখন কেউ ছাড়া পাবে না, সবাই হিংসার বলি হবে। দিল্লিতে তো ভাইয়ে ভাইয়ে ঝগড়া লাগিয়ে দেওয়া হচ্ছে। ভোটের আগে কলকাতায় যদি এমন ঘটনা ঘটে, তা হলে সেটা কে রুখবে? আজ একটা সম্প্রদায় হুমকি দিচ্ছে, কাল অন্যরা দেবে। এভাবেই চলতে থাকবে।'
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct