চামড়ার তৈরি ব্যাগ, জুতার চাহিদা তুঙ্গে সারাবিশ্বে। আর সেই চামড়ার যোগান দিতে বছরে প্রতি মুহূর্তে কতই না পশুকে হত্যা করা হচ্ছে। এই শিল্পের কারণে এমন অনেক বন্যপ্রাণী আছে , যারা প্রায় বিলুপ্ত হতে চলেছে। তবুও দিন দিন চাহিদার মাত্রা বেড়ে যাওয়ায় এতেও হিমশিম খেতে হয় এ শিল্পকে। তবে চামড়ার জন্য আর পশু হত্যা করতে হবে না। এমনটাই দাবি করছেন, অ্যান্ড্রি-এন এল-পেজ ভেলার্ডে এবং মার্টে সি-জারেজ নামে দুই মেক্সিকান যুবক। সম্প্রতি তিনি আবিষ্কার করেছেন কৃত্রিম এক চামড়া। যেটি তৈরি করা হয়েছে ফনিমনসা জাতীয় ক্যাকটাস থেকে। এই চামড়া তৈরি করতে তারা কোনো ক্ষতিকর রাসায়নিকও ব্যবহার করেননি। তারপরও এ চামড়া দ্বারা তৈরি বিভিন্ন বস্তু অন্তত ১০ বছর টিকবে। এছাড়াও এই চামড়া অনেক নমনীয়। তাই এটি দিয়ে তৈরি করা যাবে ব্যাগ, জুতা, জ্যাকেটসহ আসবাবপত্র ও গাড়ির কভারও।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct