দিল্লির নির্ভয়া কাণ্ডের পর থেকে দেশে যেভাবে মহিলাদের উপর নির্যাতন চলছে তার প্রতিবাদে ও প্রতিকারের দাবিতে অন্ধ্রপ্রদেশেরএক মহিলা প্রায় কুড়ি হাজার কিলোমিটার সাইকেল যাত্রা করলেন। দেশের পথঘাট মেয়েদের জন্য সুরক্ষিত এই বার্তাকে সামনে রেখেই নারী সুরক্ষা ও সচেতনতার লক্ষ্যে থেকে জ্যোতি রঙ্গনা নামে এক মহিলা সাইকেল যাত্রা শুরু করেছিলেন বছর তিনেক আগে। অন্ধপ্রদেশের গোদাবরী জেলা থেকে শুরু করা সেই সাইকেলযাত্রায় সম্প্রতি তিনি কোচবিহারে এসে পৌঁছান। প্রায় আঠারো হাজার কিমি পথ পরিক্রমায় তাকে রাত কাটাতে হয়েছে কখনো মন্দিরে, কখনো মসজিদে। হায়দরাবাদের কর্পোরেট সেক্টরে চাকরি করা জ্যোতি রঙ্গনার পিতা পেশায় অবসরপ্রাপ্ত কাস্টমস অফিসার। ভাই বোনদের সুখী সংসার ছেড়ে নারী সুরক্ষার সচেতনতায় বাড়ি থেকে বের হন ২০১৭ সালে। সাইকেল ভ্রমণে গত বুধবার তিনি কোচবিহার পৌঁছনোয় আশ্রয় নেন নিউ কোচবিহারের দিপ্তেশ বাবুর বাড়িতে। তারপর বৃহস্পতিবার সিকিমের উদ্দেশ্যে যাত্রা করেন তিনি। এদিন তার এই কৃতিত্বের জন্য সকালে কোচবিহার জেলা পুলিশের ডিএসপি ট্রাফিক চন্দন দাস তাকে সংবর্ধনা দেন। জেলা পুলিশের পক্ষ থেকে সংবর্ধনা জানানো হয়।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct