বিশ্ব ব্রাহ্মণ্ডে কোথাও এতটুকু জলের অস্তিত্ব পাওয়া গেলেই সেখানে অক্সিজেনের খোঁজ পাওয়া যায়। আর অক্সিজেন থাকলে, সেখানে প্রাণের ইঙ্গিতও মিলবে।স্বাভাবিকভাবে বিজ্ঞানীরা অন্যান্য গ্রহে জলের অস্তিত্ব পেতে হন্যে হয়ে খোঁজ চালাচ্ছেন। আগেই মঙ্গলে এর সন্ধান মিলেছিল। এবার আশার আলো দেখালো বৃহস্পতিও। সৌরজগতের সবথেকে বড় গ্রহ হল এই বৃহস্পতি। গ্যাস এবং তরলে পরিপূর্ণ এই গ্রহ। এত ধরনের গ্যাসের মধ্যে সবসময়ে রাসায়নিক বিক্রিয়া চলতে থাকে। ফলে হাইড্রোজেন, অক্সিজেন এবং অনুঘটকের উপস্থিতিতে অনুকূল পরিবেশের বিক্রিয়ার পর জল তৈরি হবে কি না, তা এতদিন সঠিকভাবে বোঝা যাচ্ছিল না। নাসার পাঠানো যান ‘জুনো' এবার সেই উত্তর দিল। জানা গিয়েছে, ২০১১ এবং ২০১৬ দুবছর জুনোকে পাঠানো হয়েছিল বৃহস্পতিতে। তার পাঠানো তথ্য বিশ্লেষণ করে বিজ্ঞানীরা নিশ্চিত হয়েছেন যে সর্ববৃহৎ গ্রহের বায়ুমণ্ডলে অন্তত ০.২৫ শতাংশ জল রয়েছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct