করোনাভাইরাস প্রাণঘাতী এই ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে ২ হাজার ৪৫৮ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে চীনের বাইরে মারা গিয়েছেন ১৯ জন। আর ভাইরাসটিতে আক্রান্ত রয়েছেন ৭৮ হাজার ৫০০ জনের মতো। এদিকে, চীন কাঁপিয়ে করোনা থাবা হেনেছে দক্ষিণ কোরিয়ায়। দেশটিতে এই ভাইরাসে মৃত্যু হয়েছে অন্তত ৪ জনের। আক্রান্ত হয়েছেন ৫৫৬ জন।প্রাণঘাতী এই করোনাভাইরাস হানা দিয়েছে দক্ষিণ কোরিয়ার বিখ্যাত মোবাইল ফোন উৎপাদনকারী প্রতিষ্ঠান স্যামসাং কারখানায়। দক্ষিণ কোরিয়ার গুমি শহরের কারখানার এক কর্মীকে করোনা আক্রান্ত হিসেবে সনাক্ত করা হয়েছে।এ তথ্য নিশ্চিত করেছে স্যামসাং কর্তৃপক্ষ। এ ঘটনার পর থেকে আগামী মঙ্গলবার পর্যন্ত কারখানাটিকে বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।