প্লে স্টোর থেকে ৬০০ অ্যাপ সরিয়ে নিল গুগল। কারণ হিসেবে তারা জানিয়েছে, ওই অ্যাপসগুলিতে মাত্রাতিরিক্ত বিজ্ঞাপন দেখানো হতো। ফোনে কাউকে কল করার সময়ও অ্যাপের বিজ্ঞাপন ভেসে উঠলে সেগুলিকে গুগল বলছে ‘আউট অব কনটেক্সট অ্যাড’। এভাবে বন্ধ অবস্থায়ও যখন তখন বিজ্ঞাপন দেখানো অ্যাপগুলি সরিয়েছে গুগল। এক ব্লগপোস্টে গুগল জানিয়েছে, অ্যাপগুলোর ডেভেলপাররা কোম্পানির বিজ্ঞাপন নীতি ভঙ্গ করেছে। তাই তাদেরকে কোম্পানির অ্যাডমোব ও অ্যাড ম্যানেজার প্ল্যাটফর্মেও নিষিদ্ধ করা হয়েছে। গুগল এই ধরণের বিজ্ঞাপন দেখানো অ্যাপ খুঁজে বের করতে মেশিন লার্নিং ভিত্তিক প্রযুক্তির সহায়তা নিয়েছে। এরই ফলস্বরূপ তারা ৬০০ অ্যাপ প্লে স্টোরে নিষিদ্ধ করেছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct