ঝিনাইদহ শহরে মুন্নী আক্তার পিংকী (২৫) নামের এক অন্তঃস্বত্ত্বা মহিলাকে পুড়িয়ে মারার অভিযোগ উঠেছে তার স্বামী সোহরাব হোসেন সৌরভের বিরুদ্ধে। এরইমধ্যে তাকে গ্রেফতার করেছে পুলিশ। ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় পিংকির। নিহতের মা কাজল বেগমের অভিযোগ , ঝিনাইদহ শহরের পুরাতন হাটখোলার পিংকিকে বিয়ের প্রলোভন দিয়ে বিভিন্ন সময় তার ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করতো সৌরভ। গত ৯ সেপ্টেম্বর মেয়ের বাড়িতে তার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে। এ ঘটনায় পিকিং ঝিনাইদহ সদর থানায় মামলা করলে পুলিশ সৌরভকে গ্রেফতার করে। পরে মিমাংসার পর সৌরভ পিংকিকে বিয়ে করে। বিয়ের পর থেকে সৌরভের পরিবার পিংকীকে মেনে নিচ্ছিল না। এমনকি ছাড়াছাড়ি করার জন্য প্রায় মারধর করতো।পুলিশ সূত্রে জানা যায়, গত ১৬ ফেব্রুয়ারি পিংকীর বাড়ি এসে ২ হাজার টাকা চায় সৌরভ। পিংকি টাকা দিতে অস্বীকার করলে মারপিট করে কেরোসিন ঢেলে গায়ে আগুন ধরিয়ে দেয়।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct