মালয়েশিয়ার পরবর্তী প্রধানমন্ত্রী কে হবেন তা নিয়ে বেশ কিছুদিন ধরে জল্পনা চলছিল। শোনা যাচ্ছিল মাহাথির মুহাম্মদের পর আনোয়ার ইব্রাহিম হবেন
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী। কিন্তু পরে তা বাতিল হয় বাকে শোনা যায়। সেই জল্পনার মধ্যে মাহাথির মুহাম্মদ প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন। সোমবার মালয়েশিয়ার রাজার কাছে তিনি পদত্যাগপত্র জমা দেন। এ ব্যাপারে সংবাদ সংস্থা রয়টার্স সূত্র জানিয়েছে, মাহাথিরের পদত্যাগের পর নয়া প্রধানমন্ত্রীর নেতৃত্বে নতুন সরকার গঠনের পথ খুলে গেল। শনিবার মাহাথির মুহাম্মদ ইঙ্গিত দিয়েছিলেন আনোয়ার ইব্রাহিমকে নতুন প্রধানমন্ত্রী করার ব্যাপারে। কিন্তু রোববার মাহাথিরের দল পাকাতান হারাপান জোটের নাধ্যে মত পার্থক্য দেখা দেয়। মাহাথিরের উত্তরাধিকারী হিসেবে আনোয়ার ইব্রাহিমের নাম আলোচনা হলেও তাতে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। এরপর পাকাতান হারাপান জোটে ভাঙনের আশঙ্কা হলে বিরোধী দল উমনো অ্যান্ড পার্টি ইসলাম সে-মালয়েশিয়ার (পিএএস) নতুন সরকার গঠন করতে তৎপর হয়। তখন নড়ে চড়ে বসে পাকাতান হারাপান জোট। তারপর মাহাথির পদত্যাগ করেন। ফলে আনোয়ার ইব্রাহিম নতুন প্রধানমন্ত্রী হাতে যাচ্ছেন মালয়েশিয়ায়।
উল্লেখ্য, ২০১৮ সালের নির্বাচনে জয়ের পর পাকাতান হারাপান জোটের প্রধান হিসেবে ওই বছরের ১০ মে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর শপথ নেন মাহাথির মুহাম্মদ। তখন নোট সিদ্ধান্ত নেয় অর্ধেক সময় কালে প্রধানমন্ত্রী হবেন আনোয়ার ইব্রাহিম। আনোয়ার ইব্রাহিম অবশ্য তখন জেলবন্দি চিকেন।
তবে মাহাথির মুহাম্মদ বারিসান ন্যাশনাল দলের নেতা হিসেবে টানা প্রায় ২২ বছর দেশটির প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন শেষে ২০০৩ সালে ক্ষমতা থেকে সরে যান।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct