বিজেপির প্রাক্তন সাংসদ ও অভিনেতা শত্রুঘ্ন সিনহা এখন কংগ্রেস নেতা। বিহারী বাবু বলে পরিচিত এই নেতা নীরবে দেখা করে এলেন পাকিস্তানের প্রেসিডেন্ট আরিফ আলভির সঙ্গে। এক পাকিস্তানি ব্যবসায়ীর আমন্ত্রণে শত্রুঘ্ন লাহোর সফর করেন। সে সময় তিনি পাক প্রেসিডেন্টের সঙ্গে দেখাও জারেন। শুধু দেখা করাই নয়, সীমান্ত বরাবর ভারত-পাকিস্তানের মধ্যে শান্তি ফিরিয়ে আনার বিষয়েও দু’জনের মধ্যে আলোচনা হয়েছে বলে রোববার তার পাকিস্তানের প্রেসিডেন্টের করা এক ট্যুইট সূত্রে জানা গেছে।
জানা গেছে, গত শনিবার পাক ব্যবসায়ী মিয়া আসাদ অহসানের আমন্ত্রণে লাহোরে একটি বিয়ের অনুষ্ঠানে গিয়েছিলেন শত্রুঘ্ন । পরে গভর্নর হাউসে পাক প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। ভারত পাক শান্তি আলোচনার মধ্যে উঠে আসে কাশ্মীর প্রসঙ্গও। আলোচনা শেষে প্রেসিডেন্টের দফতর থেকে এক বিবৃতি জারি করে বলা হয়, অধিকৃত কাশ্মীর প্রসঙ্গের পাশাপাশি উপমহাদেশে শান্তি ফিরিয়ে আনতে দু’দেশের পারস্পরিক সহযোগিতা নিয়েও আলোচনা হয়েছে ওই সাক্ষাতে। ৩৭০ অনুচ্ছেদ প্রত্যাহার এবং কাশ্মীর পরিস্থিতি নিয়ে তার উদ্বেগকে শত্রুঘ্ন সমর্থন করেছেন বলেও একটি টুইটে দাবি করেছেন পাক প্রেসিডেন্ট। এই নিয়ে শত্রুঘ্ন ট্যুইট করে বলেন, পাক সফর ছিল ব্যক্তিগত। এর সঙ্গে কোনও রাজনীতির কোনও সম্পর্ক নেই। আরো বলেন, বন্ধু পাক ব্যবসায়ীর আমন্ত্রণেই তার ছেলের বিয়েতে হাজির ছিলাম। এর বেশি কিছু নয়।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct