এক নবজাতককে নিয়ে শহরজুড়ে তোলপাড় শুরু হয়েছে। হাসপাতালে শিশুটিকে মৃত ঘোষণার কিছুক্ষণ পরই নড়েচড়ে ওঠে। জানা যায়, নবজাতকটি ভূমিষ্ঠ হওয়ার পর ক্লিনিকের চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। শিশুটিকে যখন মৃত ভেবে প্যাকেট করার প্রস্তুতি চালাচ্ছিল ঠিক তখনই নড়ে ওঠে। এরপর তড়িঘড়ি করে ক্লিনিক কর্তৃপক্ষ শিশুটিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করেন। বিষয়টি জানাজানি হলে শহরজুড়ে শুরু হয় চাঞ্চল্য। শিশুটিকে দেখতে হাসপাতালে ভিড় জমাচ্ছে উৎসুক মানুষ। জানা গিয়েছে,জিনিয়া খাতুনের গর্ভে সন্তান আসে। তাকে নিয়মিত চেকআপ করাতেন উপশম নার্সিং হোমের স্বত্বাধিকারী ডা. জিন্নাতুল আরা। এর মধ্যে জিনিয়ার প্রসব বেদনা শুরু হলে তাকে নেওয়া হয় ডা. জিন্নাতুল আরার কাছে। ভোর ৪টার দিকে কন্যা সন্তান প্রসব করেন জিনিয়া খাতুন। নরমাল ডেলিভারির মাধ্যমে আমার কন্যা সন্তান জন্ম হয়। কিন্তু ভূমিষ্ঠ হওয়ার পর ক্লিনিকের চিকিৎসকরা আমার মৃত কন্যা শিশু হয়েছে বলে জানায়। এরপর শিশুটিকে অযত্ন ও অবহেলায় ক্লিনিকের মেঝেতে রেখে দেওয়া হয়। এ ব্যাপারে হাসপাতালের শিশু বিশেষজ্ঞ ডা. আসাদুর রহমান মালিক খোকন জানান, সময় হওয়ার আগেই শিশুটি জন্ম নিয়েছে। তাকে ইনকিউবেটরের মধ্যে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে আপাতত শিশুটি সুস্থ আছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct