দেশভাগ হয়েছে ১৯৪৭ সালে। সে সময় দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে মুহাম্মদ আলি জিন্নাহ পাকিস্তান তৈরি করে তখন উচিত ছিল এ দেশের সব মুসলমানকে পাকিস্তানে পাঠানো। আর এ দেশ হতো শুধু হিন্দুদের। এই মন্তব্য করলেন কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং। এর জন্য ওই কেন্দ্রীয় মন্ত্রী পূর্ব পুরুষদের দোষারোপ করেন। তিনি বলেন, জিন্নাহ যখন পরিকল্পনা করেছিলেন যে পাকিস্তানকে ইসলামী রাষ্ট্র করবেন তখন সব হিন্দুদের এ দেশে পাঠানো উচিত আর মুসলিমদের পাকিস্তান পাঠাতে হতো। তা না করার ফলে আজ আমাদের ভুগতে হাসিসিগে বলে তিনি মন্তব্য করেন। নাগরিকত্ব সংশোধনী আইনের পক্ষে সর্ব হয়ে গিরিরাজ বলেন, হিন্দুরা ভারতে না এলে বিশ্বে তাদের জায়গা দেবে কোন দেশ।
বিহারের পূর্ণিয়ায় বুধবার কেন্দ্রীয় পশুপালন, দুধ ও মৎস্যামন্ত্রী গিরিরাজ সিংয়ের এই বিদ্বেষ মূলক মন্তব্যে সমালোচনার ঝড় উঠেছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct