দীর্ঘদিন ভারত ও পাকিস্তানের মধ্যে ক্রিকেটীয় সম্পর্ক বন্ধ। শুধুমাত্র আইসিসি টুর্নামেন্ট ছাড়া এই দুই দেশ ক্রিকেট মাঠে মুখোমুখি হয় না। এবারের তাই দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সিরিজ চালু করা নিয়ে সরব হলেন পাক ক্রিকেটার শোয়েব আখতার। দ্বিপাক্ষিক সিরিজ চালু না হলে দুই দেশের মধ্যে সমস্ত সম্পর্ক শেষ করার পক্ষে সওয়াল করলেন 'রাওয়ালপিন্ডি এক্সপ্রেস'। নিজের ইউটিউব চ্যানেলে শোয়েব বলেন, 'ভারত ও পাকিস্তান যদি ক্রিকেট না খেলে, তাহলে বাণিজ্যসহ সব কিছুই বন্ধ হওয়া উচিত। যখনই ভারত ও পাকিস্তানের মধ্যে ক্রিকেটের কথা ওঠে, তখনই শুরু হয় রাজনীতির খেলা। আমরা পেঁয়াজ-টমেটো আমদানি-রপ্তানি করতে পারি, হাসিঠাট্টা করতে পারি, তাহলে ক্রিকেট খেলায় কী সমস্যা? দুই দেশের মধ্যে ক্রিকেট সিরিজ হলে অর্থ উপার্জন হবে, ফ্যান ফলোয়িং বাড়বে, নতুন তারকার উদয় হবে। ভারত ও পাকিস্তান একে অপরের বিরুদ্ধে কেমন খেলে, তা দেখার জন্য আমরা সবাই তাকিয়ে।'
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct