ইন্দোনেশিয়ার এক প্রত্যন্ত গ্রামে সুমাত্রেয়ী বাঘের আক্রমণে এক ব্যক্তি মারা গেছে। এই নিয়ে বাঘের আক্রমণে চলতি বছর দুই জন প্রাণ হারাল। রবিবার ইন্দোনেশিয়া সরকারের পক্ষ থেকে একথা জানানো হয়েছে।
স্থানীয় সংরক্ষণ সংস্থা জানায়, দিনকয়েক আগে এক সন্ধ্যায় সুমাত্রা দ্বীপের রিয়াউ প্রদেশে স্থানীয় গ্রামবাসী ও সহকর্মীরা ইয়ুসরি এফেন্দি (৩৪) নামের ওই ব্যক্তিকে মারাত্মক জখম অবস্থায় পায়।
লোকটি তানজুং সিম্পাং গ্রামের একটি ভবনে কাজ করছিল। বাঘটি ওই নির্মাণাধীন ভবনের পাশে ঘাপটি মেরে ছিল।
বাঘটিকে প্রথমবার দেখার পর এফেন্দি ও তার অপর তিন সহকর্মী কয়েক ঘন্টা বাঘটিকে দেখতে পাননি। তারা ভেবেছিলেন বাঘটি চলে গেছে। হতভাগ্য ব্যক্তিটির সহকর্মীরা জানান, তারা বাঘটিকে এড়ানোর চেষ্টা চালায়। তবে এফেন্দির দুর্ভাগ্য বাঘটি তাকে আক্রমণ করে।
কর্তৃপক্ষ জানায়, তল্লাশী দল কিছুক্ষণ পরেই মারাত্মক জখম ও অজ্ঞান অবস্থায় এফেন্দিকে নদীর কিনার থেকে উদ্ধার করে। তারা তার শরীরে বাঘের আক্রমণের চিহ্ন খুঁজে পায়।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct