বিশ্বে মহামারীর আকার নিয়েছে করোনা ভাইরাস। চিকিৎসা বিজ্ঞানীরা খুঁজেই পাচ্ছিলেন না এই ভাইরাস থেকে মুক্ত হওয়ার কোনো প্রতিষেধক। সেই সময় কয়েকদিন আগে আশার বাণী শুনিয়েছিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু। বলেছিল বিজ্ঞানীরা শীঘ্রই আবিষ্কার যাবেন করোনা প্রতিষেধক। তারই মধ্যে সুখবর দিলে ব্রিটেনের চিকিৎসা বিজ্ঞানীরা।
এ ব্যাপারে অক্সফোর্ড ইউনিভার্সিটির এক বিজ্ঞানী দাবি করেছেন, আগামী এক মাসের মধ্যেই করোনা ভাইরাসের প্রতিষেধক আবিষ্কার হতে চলেছে। এ নিয়ে ইতালির গবেষণাগারে প্রতিষেধক প্রস্তুতে নিরলস পরিশ্রম করে যাচ্ছেন বিজ্ঞানীরা। ওই গবেষণাগার জেনার ইনস্টিটিউটের প্রফেসর সারাহ গিলবার্ট জানিয়েছেন, এ নিয়ে বেশ কয়েকজন বিজ্ঞানী কোভিড-১৯ বিস্তার রোধে দ্রুত কাজ করছেন। শিগগিরই এই প্রতিষেধক প্রস্তুত করা হবে। প্রাথমিকভাবে পরীক্ষামূলকভাবে প্রতিষেধকটির অন্তত এক হাজার ডোজ ব্যবহার করা হবে।
এ বিষয়ে প্রফেসর সারাহ গিলবার্ট বলেন, করোনা ভাইরাসের ক্ষেত্রে ভালো কাজ করে এমন প্রযুক্তি ব্যবহার করে আমরা ‘ক্লিনিক্যাল ট্রায়ালের’ জন্য প্রস্তুত হওয়ার সময় কমিয়েছি। তাই এক মাসের মধ্যেই করোনা প্রতিষেধক আবিষ্কারের সম্ভাবনা রয়েছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct