শুরু থেকেই বিজ্ঞানীদের দাবি, বাদুড়ের মাধ্যমে করোনাভাইরাজ ছড়িয়েছে চীনের উহান শহরে। তবে মার্কিন বিজ্ঞানীরা বলছেন, বাদুড়ের শরীরে করোনাভাইরাসের উৎপত্তি হলেও স্তন্যপায়ী প্রাণীর মাধ্যমে মানুষের শরীরে এসে পৌঁছেছে। এবার তাইওয়ানের বিজ্ঞানীরা দাবি করলেন, ইঁদুরের মাধ্যমে মানুষের শরীরে করোনাভাইরাস ঢুকে গিয়েছে।তাইওয়ানের গবেষক এনজি কাম চ্যাং ২০০৩ সালে সার্স ভাইরাস নিয়েও গবেষণা করেছেন। সেই অভিজ্ঞতা এবং করোনাভাইরাসে আক্রান্ত হয়ে নিহতদের পর্যবেক্ষণ করে তিনি এ ধরনের মত দিয়েছেন। এদিকে উহানের হুনান সিফুড মার্কেটে বন্যপ্রাণী ব্যাপকহারে বিক্রি হয়। বন্যপ্রাণী বেচাকেনা অবৈধ হলেও সেখানে এসবের রমরমা ব্যবসা। সেখান থেকেই ভাইরাসটি ছড়িয়ে থাকতে পারে। তবে কেবল ওই এক স্থানকেই সন্দেহ করছেন না কাম চ্যাং। কারণ, প্রথম যে চারজন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন, তাদের কেউ ওই বাজারে যাননি। এমনকি সেই বাজারের বন্যপ্রাণীদের পরীক্ষা করেও করোনাভাইরাসের জীবাণু পাওয়া যায়নি। তবে তাইওয়ানের বিজ্ঞানীদের সন্দেহ, ইঁদুরের মাধ্যমেই ভাইরাসটি ছড়িয়ে থাকতে পারে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct