নাগরিক তালিকায় আপনার নাম না থাকলে আপনি সেখানকার অধিবাসীরা হয়েও রাতারাতি বিদেশি হয়ে যাবেন।এমনই অভিযোগ তুলে সংবাদের শিরোনামে উঠে এলেন আসামের এ্ক ভুক্তভোগী মহিলা।আসামের বক্সা জেলার বাসিন্দা জাবেদা বেগম জানান, তার স্বামী রেজ্জাক আলি অসুস্থ অবস্থায় ঘরে পড়ে রয়েছেন দীর্ঘদিন। ফলে সংসার চালাতে উপার্জন করতে পঞ্চাশ বছর বয়সী ওই মহিলাকে বাড়ির বাইরে বের হতে হয় জীবিকার সন্ধানে। এমন প্রতিকূলতার বিরুদ্ধে লড়ে যাওয়া ওই মহিলার জন্য ‘মরার উপর খাঁড়ার ঘা' হিসেবে পড়ল জাতীয় নাগরিকপঞ্জি তালিকা (এনআরসি)। সেখানে তার নাম না থাকায় তিনি এখন থেকে বিদেশি! যদিও দমে যায়নি জাবেদা বেগম। তার নিজের ও পরিবারের পরিচয় ফিরে পেতে দ্বারস্থ হন গুয়াহাটি হাইকোর্টে। কিন্তু সেখানেও তাকে বিদেশি হিসেবে অ্যাখ্যা দিয়ে রায় দেওয়া হয়। এখন তার নিজের নাগরিকত্ব ফিরে পাওয়ার একমাত্র ভরসা দেশের সর্বোচ্চ আদালত।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct