সড়কে গাছ ফেলে ডাকাতির ঘটনা ঘটলো সিলেটে। রাতে ২ টোর সময় এ ঘটনা ঘটে। ডাকাতরা রাস্তায় বাঁধা সৃষ্টি করে যাত্রীবাহী বাস, প্রাইভেট কার ও বেশ কয়েকটি অটোরিকশার যাত্রীদের কাছ থেকে টাকা, সোনা ও মূল্যবান জিনিসপত্র লুটপাট করে। ডাকাতির কবলে পড়া বেশকিছু মানুষদের কাছ থেকে পুলিশ জেনেছে, ১৮/২০ জনের ডাকাতদল রাস্তায় গাছ ফেলে যান চলাচলে প্রতিবন্ধকতা তৈরি করে। এ সময় বাস, প্রাইভেটকার ও বেশকিছু অটোরিকশাচালক ও যাত্রীদের মারধর করে মোবাইলফোন ও টাকা, সোনা লুট করে পালিয়ে যায়। এ ব্যাপারে ভুক্তভোগী মামুনুর রশিদ খান বলেন, অনেক গাড়িকে দাঁড় করিয়ে অস্ত্রের মুখে জিম্মি করে যাত্রীদের সঙ্গে থাকা সবকিছু ছিনিয়ে নিয়েছে। ডাকাতরা মহিলা যাত্রীদের ব্যবহৃত বেশ কিছু সোনার গহনা ছিনিয়ে নেয়। মারধর করে মোবাইলফোন, টাকা ছিনিয়ে নেয় ডাকাতরা। খবর পেয়ে বিয়ানীবাজার থানা পুলিশের টহল দল ঘটনাস্থলে পৌঁছানোর আগে ডাকাতরা পালিয়ে যায়।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct