কর্মস্থলে নামাজ পড়া বাধ্যতামূলক করার জন্য নোটিশ দেয় গাজীপুরের মাল্টিফ্যাবস নামে পোশাক কারখানা। আর তা না করলে কর্মীদের বেতন কাটা যাবে বলেও জানানো হয়। যদিও চাপে পড়ে সেই নোটিশ প্রত্যাহার করে নেয় কতূপক্ষ। সমালোচনা মুখে এ নোটিশ সংশোধন করেছে তারা। কিছুদিন আগে কারখানার ব্যবস্থাপনায় নিয়েজিত কর্মকর্তাদের জন্য মসজিদে গিয়ে তিন ওয়াক্ত নামাজ আদায় বাধ্যতামূলক করে দেওয়া হয়ে। নোটিশে নিজেদের ঘরে জায়নামাজ বিছিয়ে নামাজের অভ্যাস পরিবর্তন করে কারখানার মসজিদে যাওয়ার নির্দেশ দেওয়া হয়।কারখানাটির মানবসম্পদ ও প্রশাসন বিভাগের সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) অ্যাডভোকেট আবু শিহাব স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা জারি করেন। মাল্টিফ্যাবস কারখানায় নোটিশে বলা হয়েছিল, প্রতিদিন জোহর, আসর ও মাগরিব নামাজ পড়তে যাওয়ার সময় পাঞ্চ মেশিনে ফিঙ্গার পাঞ্চ করতে হবে। যদি কোনো কর্মচারী-কর্মকর্তা মাসে সাত ওয়াক্ত পাঞ্চ করেননি বলে ধরা পড়ে, তাহলে তার একদিনের বেতন কাটা হবে। বিভিন্ন সংবাদমাধ্যমে নামাজ বাধ্যতামূলক করে দেওয়ার বিষয়টি উঠে আসে। কেউ কেউ বিষয়টির প্রশংসা করলেও অনেকেই করেছেন সমালোচনা। এরপরই নির্দেশনাটি সংশোধন করে মাল্টিফ্যাবস কর্তৃপক্ষ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct