ভারতকে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালে হারিয়ে আনন্দে ফেটে পড়ে বাংলাদেশের যুব দলের ক্রিকেটাররা। সাইডলাইন থেকে দৌড়ে মাঠের দিকে ছুটে যান তারা। ক্ষণিকের মধ্যেই মাঠে ঢুকে পড়েন বাংলাদেশ দলের ক্রিকেটাররা। প্রথমবারের মতো বিশ্বকাপ জয় বাংলাদেশের। স্বাভাবিকভাবে তাদের উল্লাস ছিল বাঁধভাঙা। প্রতিপক্ষ ভারতীয় দলের ক্রিকেটারদের সামনেই উদযাপনে ব্যস্ত হয়ে পড়েন তারা। এরই মধ্যে মাঠে ঘটে অনাকাঙ্ক্ষিত, অপ্রত্যাশিত ঘটনা। উভয় দেশের ক্রিকেটাররা একে অপরের সঙ্গে কথা কাটাকাটিতে জড়িয়ে পড়েন। উভয় দলের খেলোয়াড়দের মধ্যে ধাক্কাধাক্কিও হয়। বিষয়টি নিয়ে জল গড়ায় অনেক দূর। এর জন্য বাংলাদেশ ও ভারতের মোট পাঁচ ক্রিকেটারকে শাস্তি দেয় ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। এ অনভিপ্রেত ঘটনা নিয়ে এতদিন মুখে কুলুপ এঁটেছিলেন প্রত্যক্ষদর্শী রাকিবুল। অবশেষে তা নিয়ে কথা বললেন তিনি। মাহেন্দ্রক্ষণের সাক্ষী বলেন, 'আসলে ফিল্ডে যা হয়েছে, সেটি ওখানেই শেষ। এতে দুদলই জড়িত ছিল। তারাও বলেছে, আমরাও বলেছি। আমাদের উন্মাদ উদযাপন মানতে পারেননি ভারতীয় খেলোয়াড়রা। আমাদের কোচের হাতে পতাকা ছিল। সেটি তারা কেড়ে নেওয়ার চেষ্টা করে। এর পর তাদের ক্রিকেটার আকাশ আমাদের পেসার শরিফুলকে ধাক্কা দেয়। সেই ধাক্কাধাক্কি থেকেই ঝামেলাটা হয়।'
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct