জাপানের ইয়োকোহামা সমুদ্রবন্দরে নোঙর করা ডায়মন্ড প্রিন্সেস নামে বিলাসবহুল জাহাজে আটকে পড়ে আছেন প্রায় সাত হাজার যাত্রী। তাদের মধ্যে অনেকেই করোনা ভাইরাসে আক্রান্ত। যদিও তাদের সবার চিকিৎসা পরীক্ষা অব্যাহত রয়েছে। ওই জাহাজে ভারতের বেশ কয়েকজন যাত্রী রিয়েছেন। এমনকি পশ্চিমবঙ্গের কয়েকজন আছেন। করোনার সংক্রমণ যাতে আর ছাড়াই তাই জাহাজ থেকে তাদের মুক্তি দেওয়া হচ্ছে না। তার ফলে মানসিক অবসাদগ্রস্ত হয়ে পড়ছেন আটকে থাকা যাত্রীরা। এই পরিস্থিতিতে তাদের মনোবল বাড়াতে জাপান সরকার আটক যাত্রীদের আইফোন দেওয়ার ব্যবস্থা করেছে। আটকেপড়া এসব যাত্রীর মধ্যে বিনামূল্যে আইফোন দিয়েছে জাপান সরকার। আপাতত দু হাজার আইফোন বিতরণ করা হয়ে গেছে। গত ৩ ফেব্রুয়ারি থেকে ইয়োকোহামা সমুদ্রবন্দরে ডায়মন্ড প্রিন্সেস আলাদা করে নোঙর করা হয়। এর মধ্যে জাহাজের মার্কিন যাত্রীরা কোয়ারেন্টাইন শেষে সোমবার বিশেষ বিমানে নিজ দেশে ফিরে যান। ৪০০ মার্কিন যাত্রী ফিরে গেলেও এদের মধ্যে ৪০ জনের দেহে করোনাভাইরাসের অস্তিত্ব পাওয়ায় তাদের জাপানের হাসপাতালে চিকিৎসা চলছে।
জানা গেছে, এখন পর্যন্ত ডায়মন্ড প্রিন্সেসে সাড়ে তিনশ' যাত্রীর দেহে করোনা ভাইরাস পাওয়া গেছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct