অযোধ্যার দাঙ্গায় নিহত হয়েছিলেন তার ছেলে। ছেলের লাশ কোনদিন তিনি খুঁজে পাননি। তারপর থেকে ছেলের মৃত্যুশোক ভুলতে গত ২৮ বছর ধরে বিনামূল্যে অসংখ্য বেওয়ারিশ লাশ দাফন ও দাহ করে চলেছেন মোহাম্মদ শরিফ।অযোধ্যা শহরে বৃদ্ধ মোহাম্মদ শরিফকে সবাই ডাকেন শরিফ চাচা বলে। এ পর্যন্ত তিনি ঠিক কত বেওয়ারিশ লাশ তিনি দাফন করেছেন, কত শবদেহ চিতায় পুড়িয়েছেন, তার হিসাব নেই। শুধু তাই নয়, হাজার হাজার বেওয়ারিশ লাশের জানাজা পড়েছেন তিনি।কেউ হয়তো সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। কেউ রেল দুর্ঘটনায়। কেউ নিজের বাড়ি থেকে দূরের কোন জায়গায় মারা গিয়েছেন। তীর্থযাত্রী, অভিবাসী, সন্তান পরিত্যক্ত বৃদ্ধ- এরকম নানা মানুষের লাশ। হাসপাতালে মারা যাওয়া দরিদ্র মানুষ, যাদের লাশ সৎকার করার কেউ নেই। তাদের লাশই সৎকার করেন মোহাম্মদ শরিফ।অযোধ্যা ডিস্ট্রিক্ট কাউন্সিলের প্রধান অনুজ কুমার ঝা বিবিসিকে জানিয়েছেন, তারা কত বেওয়ারিশ লাশ মোহাম্মদ শরিফের হাতে তুলে দিয়েছেন, সেই তথ্য তাদের কাছেও নেই।এক প্রতিক্রিয়ায় শরিফ বলেন, ‘একদিন দেখলাম এক পুলিশ অফিসার নদীতে একটি লাশ ছুঁড়ে ফেলছে। আমি দেখে বিচলিত হয়ে পড়লাম। সেদিন আমি নিজের কাছে প্রতিজ্ঞা করলাম, আজ থেকে আমিই হবো বেওয়ারিশ লাশের অভিভাবক। আমি বেওয়ারিশ লাশের সৎকার করবো।’ তার এই অবদানের জন্য এ বছর ভারত সরকার তাকে পদ্মশ্রী সম্মানে ভূষিত করেছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct