দিন কয়েক পাকিস্তান সে দেশের হাঙ্গি সংগঠন জইশ ই মুহাম্মদের প্রধান মাসুদ আজহারের পাঁচ বছরের জেল ঘোষণা করেছিল। সেই মাসুদ আজহার ও তার পরিবারের এখন আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। উপমহাদেশের অন্যতম শীর্ষ এই জঙ্গি নেতা মাসুদ আজহারকে ২০১৯ সালের মে মাসে রাষ্ট্রসংঘ জঙ্গি তালিকায় সংশ্লিষ্ট করেছিল। সেই মারাত্মক জঙ্গি এবার উধাও হয়ে গেল পাকিস্তান থেকে। শুধু মাসুদ আজহার নয়, রাউলপিন্ডি থেকে উধাও হল তার গোটা পরিবার। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে পাকিস্তান জুড়ে। পাকিস্তানের ফিনান্সিয়াল টাস্ক ফোর্স বা এফএটিএফ এ খবর জানিয়ে বলেছে, মাসুদ আজহারের খোঁজে তল্লাশি চলছে। ১৯৯৯ সালে জঙ্গি সংগঠন জইশ ই মুহাম্মদের প্রতিষ্ঠা করে মাসুদ আজহার। বারে বারে সে ভারতকে তার জঙ্গি হানার নিশানা করেছে। তাই সে শুধু রাষ্ট্রসঙ্ঘের জঙ্গি তালিকায় নেই, মার্কিন যুক্তরাষ্ট্রও মাসুদ আজহারকে জঙ্গি হিসেবে কালো তালিকাভুক্ত করেছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct