লিবিয়ার পশ্চিম উপকৈূল থকে এবার উদ্ধার হল প্রায় ৩৬২জন শরণার্থী। লিবিয়ার পশ্চিম উপকূলে তিন দফা পৃথক অভিযান চালিয়ে লিবীয় কোস্টগার্ড সদস্যরা ৩৬২ জন শরণার্থীকে উদ্ধার করেছে। শুক্রবার এ খবর জানিয়ছে লিবিয়া নৌবাহিনীর এক মুখপাত্র । লিবিয়ার নৌবাহিনীর মুখপাত্র আইয়ুব কাশেম চিনা বার্তা সংস্থা সিনহুয়াকে জানিয়েছেন, পৃথকভাবে তিন দফা অভিযান চালিয়ে কোস্টগার্ড টহল দল বিভিন্ন দেশের ৩৬২ জন অবৈধ শরণার্থীকে উদ্ধার করেছে। কাশেম জানান, ত্রিপলির প্রায় ১২০ কিলোমিটার পূর্বে আল-খোমস নগরীর উপকূলে প্রথম দফা অভিযান চালানো হয়। সেখান থেকে ৮৯ জন অভিবাসীকে উদ্ধার করা হয়েছে।
ত্রিপলির প্রায় ১২০ কিলোমিটার পশ্চিমে আবু কাম্মাশ শহর উপকূলে দ্বিতীয় দফা অভিযান চালানো হয়। সেখানে থাকা দু’টি ভাঙ্গা নৌযান থেকে ২৫০ জন অভিবাসীকে উদ্ধার করা হয়। তাদেরকে ত্রিপলি নৌঘাঁটিতে পাঠানো হয়েছে। পরে তাদেরকে সেখান থেকে অবৈধ অভিবাসন বিরোধী বিভাগের তাজুরা হাউজিং সেন্টারে স্থানান্তর করা হয়।
তিনি আরো জানান, আবু কাম্মাশ শহরের প্রায় ৮০ কিলোমিটার উত্তরে তৃতীয় দফা অভিযান চালানো হয়। সেখানে একটি ছোট নৌকা থেকে ২৩ জন অভিবাসীকে উদ্ধার করা হয়। এদের মধ্যে নয়জন লিবিয়ার নাগরিক।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct