পাকিস্তান সফরে এসে কাশ্মীর ইস্যুতে পাক সমর্থনের কথা জানিয়েছিলেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। তার মন্তব্যের কড়া সমালোচনা করে এরদোগানকে এক হাত নিল ভারত। ভারতের তরফে এরদোগানকে বলা হয়েছে যিনি যেন কাশ্মীর ইস্যু নিয়ে কোনো ধরনের নাক না গলান। সেই সঙ্গে কাশ্মীর ইস্যু নিয়ে পাকিস্তানের সঙ্গে গলা মিলিয়ে এরদোগান যে বিবৃতি দিয়েছেন তারও বিরোধিতা করেছে ভারত। কারণ কাশ্মীর ভারতের একটি অবিচ্ছেদ্য অঙ্গ এবং এটি পুরোপুরি ভারতের অভ্যন্তরীণ বিষয়।
এ ব্যাপারে ভারতের পররাষ্ট্র মন্ত্রকের মুখপাত্র রাবিশ কুমার এরদোগানের সমালোচনা করে বলেছেন, পাকিস্তানের সংসদে তুর্কি প্রেসিডেন্ট কাশ্মীর নিয়ে যা বলেছেন, তার প্রতিবাদ করছে ভারত। পাশাপাশি তুরস্কের নেতৃত্বের কাছে ভারত আহ্বান জানাচ্ছে তুরস্ক কোনোভাবেই যেন ভারতের অভ্যন্তরীণ ব্যাপারে নাক না গলায়।
উল্লেখ্য, পাকিস্তান সফরে এসে তুর্কি প্রেসিডেন্ট এরদোগান বলেছিলেন, কাশ্মীরে নির্যাতন চালিয়ে সমস্যার সমাধান করা যাবে না। এ ব্যাপারে পাকিস্তানের মতকেই তিনি সমর্থন করেছিলেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct