চিনে করোনা ভাইরাস মহামারীর আকার নেওয়ায় বেইজিং প্রশাসন নানা কড়া পদক্ষেপ নিচ্ছে। এর আগে এক চিকিৎসক করোনা ভাইরাসের কথা প্রথম প্রকাশ করায় তাকে শাসনির মুখে পড়তে হয়েছিল। বলে হয়েছিল মিথ্যা প্রচার। সেই চিকিৎসক করোনা ভাইরাসেই প্রাণ হারিয়েছেন। যদিও চীন এখন উল্টো পথে হাঁটছে। চিনা প্রশাসন হুঁশিয়ারি দিয়েছে যদি কেউ করোনা ভাইরাসের উপসর্গে ভোগে, সেই তথ্য গোপন করলে কিংবা ভুল তথ্য দিলে তার বিরুদ্ধে কড়া শাস্তি হবে।
ফৌজদারি মামলা করে অপরাধী হিসেবে শাস্তি দেবে চিন সরকার। এর পরিণামে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হতে পারে। এ নিয়ে শনিবার চীনের এক আদালত নির্দেশও জারি করেছে।
ওই আদালতের নির্দেশে বলা হয়েছে, করোনা ভাইরাসের তথ্য গোপন করলে তা ফৌজদারি অপরাধ হিসেবে বিবেচিত হবে। আর এই নির্দেশ অমান্যকারীদের ১০ বছরের জেল, যাবজ্জীবন কারাদণ্ড অথবা মৃত্যুদণ্ডের মুখোমুখি হতে হবে।
অন্যদিকে শনিবার চীনের জাতীয় স্বাস্থ্য কমিশনও একটি নতুন নির্দেশ জারি করেছে। সেখানে বলা হয়েছর জ্বর, কাশি অথবা অন্য কোন রোগে আক্রান্তদের সড়ক, রেল কিংবা বিমানে ভ্রমণ করা যাবে না, তা আপাতত নিষেধ।
এদিকে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১৬০০ ছাড়িয়ে গেছে।
শুধু শনিবার চিনে মারা গেছে ১৪২ জন। এ নিয়ে চীনে মৃতের সংখ্যা বেড়ে ১৬০৬৫ জনে দাঁড়িয়েছে। রবিবার চিনের স্বাস্থ্য কমিশন জানিয়েছে, করোনা ভাইরাসে নতুন করে আরো দুই হাজার আক্রান্ত হয়েছেন। তাই করোনা আতঙ্ক এখনই দূর হচ্ছে না চিনে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct