উত্তরপ্রদেশ সরকার আর লাখ টাকা নয় এবার কোটি টাকা জরিমানা আদায়ের নোটিশ পাঠাল নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে বিক্ষোভে অংশ নেওয়ার জন্য। জানা গেছে, গত সাত ফেব্রুয়ারি উত্তরপ্রদেশের মোরাদাবাদ শহরে নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে বিক্ষোভে অংশ নিয়েছিলেন কবি রাজনীতিক ইমরান প্রতাপগ্রাহী। তাকে যোগী সরকারের পুলিশ ১.০৪ কোটি টাকা ক্ষতিপূরণ দেয়ার নোটিশ পাঠিয়েছে। প্রতাপগ্রাহী গত লোকসভা নির্বাচনে কংগ্রেসের হয়ে ভোটে লড়েছিলেন। তাকে মোরাদাবাদ প্রশাসনের তরফ থেকে যে নোটিশ পাঠানো হয়েছে তাতে বলা হয়েছে, ২৯ জানুয়ারি থেকে সেখানে যে বিক্ষোভ চলছে সেখানে প্রচুর সংখ্যক নিরাপত্তা বাহিনী নিয়োগ করতে হয়েছে। তার খরচ তাকেই বহন করতে হবে। মোরাদাবাদ শহরের ম্যাজিস্ট্রেট রাজেশ কুমার বলেছেন, প্রতাপগ্রাহীর ডাকে ওখানকার ঈদগাহে বিক্ষোভের ডাক দেওয়া হয়েছিল। তখন সেখানে ১৪৪ ধারা ছিল। তাই নিরাপত্তা বাহিনী মোতায়েন করতে প্রতিদিন ১৩.৪২ লক্ষ টাকা খরচ হয়েছে। সেই টাকা প্রতাপগ্রাহীকে দিতে হবে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct