কেন্দ্রের নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে প্রতিবাদ আর শুধু দেশের মধ্যেই সীমাবদ্ধ নেই। ছড়িয়ে পড়েছে বিশ্বের বিভিন্ন দেশে। সৌদি আরবে অনুষ্ঠিত ইসলামি দেশগুলির সম্মেলনে সিএএ বিরোধী প্রস্তাব পেশ হয়। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হল ইউরোপীয় ইউনিয়নের পার্লামেন্টে সিএএ বিরোধী প্রস্তাব পাশ হয়। এরপর থেমে থাকেনি মার্কিন যুক্তরাষ্ট্রের দেশও। আমেরিকার সিয়াটল প্রদেশে সিএএ বিরোধী প্রস্তাব পাস করে। এবার সিএএ বিরোধী প্রস্তাব পাসের ক্ষেত্রে সিয়াটলের সঙ্গে যোগ হল আরও এক মার্কিন যুক্তরাষ্ট্রের প্রদেশের শহর। ম্যাসাচুসেটস প্রদেশের কেমব্রিজ সিটি কাউন্সিল গত মঙ্গলবার এক সম্মত প্রস্তাব পেশ করে। ওই প্রস্তাবে নাগরিকত্ব সংশোধনী আইন বাতিল করা শুধু নয়, এনআরসি করার সব ধরনের প্রচেষ্টা বন্ধ করার প্রস্তাব নেওয়া হয়। ওই প্রস্তাবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন সরকারের কাছে আহ্বান জানানো হয় যাতে দেশে সংবিধান প্রদত্ত ধর্মনিরপেক্ষ আদর্শ বজায় রাখা হয়। মোদি সরকারকে বর্ণবাদী ও সরকার দমনমূলক নীতি অবলম্ব করে চলেছে বলেও মন্তব্য করা হয়।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন হিন্দু জাতীয়তাবাদী সরকার যে বিতর্কিত নাগরিকত্ব আইন পাস করেছে, তার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সিয়াটল রাজ্য প্রস্তাব পাসের পর ম্যাসাচুসেটস রাজ্যের কেমব্রিজে এবার দ্বিতীয় প্রস্তাব পাস হলো। হার্ভার্ড ইউনিভার্সিটি এবং ম্যাসাচুসেটস ইন্সটিটিউট অব টেকনোলজির মতো ঐতিহ্যপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে এই শহরে। হার্ভার্ড ইউনিভার্সিটিতে অধ্যাপনা করেন সুগত বসু। সেই শহরের পক্ষ থেকে সিএএ ও এনআরসি বিরোধী প্রস্তাব পেশ নিসন্দেহে মোদির জন্য ভাল খবর বয়ে আনবে না।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct