নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে গত ডিসেম্বর থেকে প্রভর শীত উপেক্ষা করে দিল্লির শাহিনবাগে অবস্থান বিক্ষোভ করছেন মহিলারা। শিশু থেকে বৃদ্ধা সব শ্রেণির মেয়েরা এতে অংশ নিলেও এদের বেশিরভাগই সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের। তবে তাদের পাশে থাকছেন বহু অমুসলিম মহিলা স্বেচ্ছসেবীও। কয়েকমাস ধরে সিএএ প্রত্যাহার করে নেওয়ার দাবিতে তাদের শান্তিপূর্ণ বিক্ষোভ নজর কেড়েছে দেশজুড়ে। দিল্লি নির্বাচনের প্রাককালে এই সমাবেশকে কেন্দ্র করে সাম্প্রদায়িক মেরুকরণেরও চেষ্টা হয়। স্বরাষ্ট্র মন্ত্রী বলেছিলেন বাবরপুরের বোতাম টিপলে কারেন্ট লাগবে শাহিনবাগে। দিল্রি নির্বাচনের পল খোদ অমিত শাহকেই শক দিয়েছে। যদিও শাহিনবাগ থেকে দাবি উঠেছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আসুন। কথা বলুন। যদিও বিজেপি নেতৃত্ব সেদিকে পা মাড়াননি। যদিও এবার শাহিনবাগে যেতে চান বিশিষ্ট আধ্যাত্মিক নেতা শ্রী শ্রী রবিশঙ্কর। সম্প্রতি ইন্ডিয়া টিভি নিউজ চ্যানেলের সাংবাদিক রজত শর্মার সঙ্গে আপ কা আদালত অনুষ্ঠানে রবিশঙ্কর বলেছেন, তিনি শাহিনবাগে যাবেন। বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলবেন। তবে তিনি কবে যাবেন বলেননি। যদিও, রবিশঙ্কর জানান, সঠিক সময়েই তিনি শাহিনবাগে যাবেন। উল্লেখ্য, ইন্ডিয়া টিভি নিউজের ওই সাক্ষাৎকার শনিবার সম্প্রচারিত হওয়ার কথা।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct