দেশের পরিবহণ ব্যবস্থায় এক অন্যতম মাধ্যম হল রেল। রেলপথেই এখন দেশের বেশির মানুষ দীর্ঘ যাত্রা করে থাকেন। এবার সেই ট্রেন যাত্রায় ধর্মীয় আবহ তৈরি করতে চলেছে রেল কর্তৃপক্ষ। বিশেষ করে যারা রামায়ণ চর্চা করতে যান কিংবা ভজন শুনতে শুনতে ভ্রমণ করতে ভালবাসেন তাদের জন্য সুখবর এনেছে রেল কর্তৃপক্ষ। রেল দফতরের এক প্রবীণ অফিসার জানিয়েছেন, মার্চ মাসে রেল কর্তৃপক্ষ চালু করতে চলেছে রামায়ণ এক্সপ্রেস। রামায়ণ থিম থাকবে ট্রেনে। বাইরে থাকবে রামায়ণ সম্বলিত নানা চিত্রকলা। আর সারা ট্রেনে বাজতে থাকবে ভজন। ভগবান রামের ছবি সহসুসজ্জিত এই ট্রেন ১০ মার্চ চালু হতে পারে বলে জানিয়েছেন রেরওয়ে বোর্ডের চেয়ারম্যান ভি কে যাদব। যাদব জানান, রামায়ণ এক্সপ্রেস উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম সব দিকেই চলবে দেশজুড়ে। আইআরসিটিসি এর যাত্রাসূচি ঠিক করেবে। দোলের সময় এই রামায়ণ এক্সেপ্রেস বেশ জনপ্রিয়তা পাবে বলে তিনি মন্তব্য করেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct