এক মর্মান্তিক ঘটনা ঘটল পশ্চিম মেদিনীপুরের গড়বেতা স্টেশনে। মালগাড়িতে কাটা পড়া হাত নিয়ে স্টেশনে ঘুরলেন চিকিৎসার জন্য। প্রাণে বেঁচে গেলেও
রেলের চাকায় কাটা পড়েছে হাত। সেই কাটা হাত নিয়েই স্টেশন চত্বরে ঘন্টাখানেক যন্ত্রনায় ছটফট করলেন ওই বৃদ্ধা। অনেক পরে স্থানীয় বাসিন্দা ও যাত্রীদের উদ্যোগে রেল পুলিশ তাঁকে হাসপাতালে যান চিকিৎসার জন্য ৷ ৬০ বছর বয়সী ওই বৃদ্ধার নাম লক্ষ্মী হালদার। তিনি গড়বেতা স্টেশনে ভিক্ষা করতেন।
জানা গেছে, শুক্রবার সকালে গড়বেতা স্টেশনে দাঁড়িয়ে থাকা একটি মালগাড়ির নিচে দিয়ে পার হওয়ার সময় মালগাড়ি চলতে শুরু করে। প্রাণপণ বেরিয়ে যাওয়ার চেষ্টা করলেও তার ডান হাতটা বের করতে পারেননি। তার কব্জি থেকে কেটে যায়। পরে রেলযাত্রীরা স্টেশন ম্যানেজারকে এই দুর্ঘটনার কথা জানালে রেলপুলিশ ওই বৃদ্ধাকে নিয়ে গিয়ে গড়বেতা হাসপাতালে ভর্তি করে। সেখানেই তার চিকিৎসা চলছে।