এর আগে মায়ানমারের রাখাইন প্রদেশে রোহিঙ্গাদের গ্রামে বোমা মেরেছিল সে দেশের সেনারা। এবার তারা রোহিঙ্গাদের স্কুলকেও রেহাই দেয়নি বলে অভিযোগ উঠল। বৃহস্পতিবার মায়ানমারের রাখাইন প্রদেশে রোহিঙ্গা অধ্যুষিত একটি প্রাইমারি স্কুলে বোমা মারলে কমপক্ষে ১৯জন ছাত্র আহত হয়। স্কুলে এই হামলা করা নিয়ে মায়ানমারের এক সাংসদ টুন অং থেইন সংবাদ সংস্থা রয়টার্সকে জানান, বৃহস্পতিবার বুড়িচংয়ের খামউয়ে চোউং গ্রামের একটি প্রাইমারি স্কুলে কামান থেকে গোলা বর্ষণ করা হয়। তবে কারা হামলা চালিয়েছে তা জানা যায়নি। তিনি আরো জানায়, আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর রয়েছে। এদিকে এই হামলার সঙ্গে কোনো ভাবেই যুক্ত নয় বলে দাবি করল সেনাবাহিনী। এই বিষয়ে মায়ানমারের ব্রিগ্রেডিয়ার জেনারেল জো মিন টুন বলেছেন, আহতদের মধ্যে বেশকিছু ছাত্রকে কাছের একটি সেনা ঘাঁটিতে চিকিৎসা চলছে। আর পাঁচ জনকে হাসপাতালে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, ২০১৭ সালের আগস্টে মায়ানমারের রাখাইন প্রদেশে রোহিঙ্গাদের হত্যা, ধর্ষণ, নির্যাতন হয়। তার ফলে প্রায় সাড়ে সাত লাখ রোহিঙ্গা সে দেশ থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct