ফের বিতর্কে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির রাজ্য গুজরাট। গুজরাটের ভুজ এলাকার কথা অনেকের মনে থাকতে পারে। ভূমিকম্পে এই ভুজ শহর এক সময় ধ্বংস স্তূপে পরিণত হয়েছিল। এবার ভুজ শহর ফের সংবাদ শিরোনামে আসার কারণ সেখানকার এক শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রীদের প্রতি এক লজ্জাজনক আচরণ।
ভুজ শহরে রয়েছে শ্রী সহাজানন্দ গার্লস ইন্সটিটিউট। এই শিক্ষা প্রতিষ্ঠানটি ক্রান্তিগুরু শ্যমজি কৃষ্ণ বার্মা কচ্ছ বিশ্ববিদ্যালয়ের অনুমোদন প্রাপ্ত। অভিযোগ এই কলেজের ৬৮ জন স্নাতক পাঠরতা ছাত্রীকে বাথরুমে নিয়ে গিয়ে উলঙ্গ করে পরীক্ষা করা হয়েছে তাদের ঋতুকালীন সময়েই কলেজে এসেছে কিনা। কলেজে নাকি বিধান রয়েছে ঋতুকালীন অবস্থায় ছাত্রীরা ক্লাসে আস্তে পারবে না। এলে নাকি কলেজ অপবিত্র হয়ে যাবে।
এভাবে পরীক্ষা করায় ওই সব ছাত্রীরা মানসিকভাবে ভেঙে পড়েছে। বিষয়টি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কানে গেলে তারা পাঁচ সদস্যের এক কমিটি গড়ে তদন্তের নির্দেশ দিয়েছে। খোদ উপাচার্য দর্শনা ধোলাকিয়ার নেতৃত্বে ওই দল ও আরো দুই মহিলা অধ্যাপক কলেজটি পরিদর্শনে যান বৃহস্পতিবার। তারা ভুক্তভোগী ছাত্রীদের সঙ্গে কথা বলেন। যে বিষয়ে উপাচার্য বলেন, কলেজের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে। কলেজের এই ভূমিকায় নিন্দার ঝড় উঠেছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct