বাংলা চলচ্চিত্রের এক অবিসংবাদিত নায়ক উত্তম কুমার। তার অভিনীত বাংলা সিনেমার গল্প প্রায় সব সময়ই সামাজিক ছিল। সমাজ জীবনের অনেক প্রতিচ্ছবি ফুটে উঠতে তার অভিনীত সিনেমায়। অবশ্যই তার মনমুগ্ধ অভিনয় সিনেমাকে এক আলাদা মাত্রায় নিয়ে যেত। তেমনই এক সিনেমা অনেককেই নাড়া দেয়। সেটি হল উত্তম কুমার, সাবিত্রী চট্টোপাধ্যায়, মিঠু মুখার্জি, রঞ্জিত মল্লিক অভিনীত 'মৌচাক'। প্রেম ভালবাসার ব্যাপারটি এখানকার মতো প্রকাশ্যে ছিল না। প্রবীণদের কাছে প্রেম ভালবাসার বিষয়টি সামনে চলে এলে মুখ লুকোবার জায়গা থাকতো না। মৌচাক সিনেমায় সেটি দেখা গেছে এক চিত্রে। প্রবীণদের সামনে অস্বস্তিতে পড়ে মিঠু মুখার্জি আর রঞ্জিত মল্লিক মুখে মুখোশ লাগিয়ে লজ্জা ঢাকার চেষ্টা করেন। অথচ , এখন ভ্যালেনটাইন ডে বা ভালবাসা উদযাপনে যেন বাঁধন নেই। এখানকার ভালবাসা আর অতীতের ভালবাসার তফাৎ স্মরণ করে দিয়েছে এই চিত্রে। সামাজিকতা আজও যে প্রাসঙ্গিক সেই মূল্যবোধ ফুটে উঠেছে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা এই কার্টুনে।