নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে উত্তরপ্রদেশের মুজফফরনগরে বিক্ষোভকে কেন্দ্র করে সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনা ঘটেছিল। গত ২০শে ডিসেম্বর হওয়া সেই বিকক্ষোভের পর থেকে বাড়ি বাড়ি গিয়ে পুলিশ বিক্ষোভকারীদের ধরে থানায় পুরেছে। অনেক নিরাপরাধ ব্যক্তিকে পুলিশ ধরে নিয়ে গেছে যারা বিক্ষোভে অংশ নেয়নি। সেখানেই খাঁটি হয়নি যোগী সরকারের পুলিশ। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের নির্দেশে ক্ষতিপূরণের নোটিশ পাঠানো হয়েছে বিক্ষোভকারীদেরকে। উত্তরপ্রদেশ পুলিশের দাবি নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে বিক্ষোভের সিসিটিভি ফুটেজ দেখে প্রতিবাদকারীদের চিহ্নিত করা হয়েছে। তার ভিত্তিতেই মোট ৫৩জনকে জরিমানার নোটিশ পাঠান হয়েছে। এ পর্যন্ত প্রায় সাড়ে ২৩ লক্ষ জরিমানা যোগী সরকার আদায় করতে পেরেছে বলে তাদের দাবি।
কিন্তু যারা জরিমানা দেয়নি তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিয়েছে যোগী সরকার।
অতিরিক্ত জেলা প্রশাসক অমিত সিং জানিয়েছেন, সিভিল লাইন্স থানার আওতায় ৫৩জনকে নোটিশ পাঠানো হয়েছে। এছাড়া আরও ১৭জনের বিরুদ্ধে অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। শুধু মুজাফফরনগর নয় লখনউ, কানপুর, মীরাট, সম্ভল, রামপুর, বিজনৌর ও বুলন্দশহর জেলাতেও একই ধরনের পদক্ষেপ নেয়া হয়েছে। তবে নোটিশ পাঠানোর পর যারা জরিমানা দেয়নি তাদের দোকানপাট সিল করে দিয়েছে। ঝুলিয়ে দেইয়া হয়েছে তালা।মুজফফরনগরের মীনাক্ষি চকে দেখা যাবে সারি সারি দোকান সিল করা। তবে ব্রিটিশ সংবাদ মাধ্যমের সাংবাদিকরা জানাচ্ছেন, এই সব সিল করা দোকানগুলোর মালিকরা সবাই মুসলিম সম্প্রদায়ের।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct