বিজেপিকে ২০১৯-এ দূরবিন দিয়ে দেখতে হবে।দক্ষিণবঙ্গের ১৭টি জেলা নিয়ে শুক্রবার দুপুরে হাওড়ার ডুমুরজলা স্টেডিয়াম ময়দানে তৃণমূলের ছাত্র-যুব সম্মেলনে এভাবেই কেন্দ্রের বিজেপি সরকারের কড়া সমালোচনা করলেন দলনেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি সিপিএম ও কংগ্রেসকেও একহাত নেন। পশ্চিমবঙ্গ তৃণমূল যুব কংগ্রেস ও তৃণমূল ছাত্র পরিষদের ডাকে ওই সম্মেলনে কার্যত বিজেপি প্রসঙ্গে আক্রমণাত্মক ছিলেন মমতা। সভায় মমতা বলেন, ২০১৯ এ বিজেপির এমন হাল হবে যে ওদের দূরবীন দিয়ে খুঁজতে হবে। ভাঁওতা দিয়ে কেন্দ্রে ওদের সরকার চলছে। রাজস্থানে গো-হারা হেরেছে। উলুবেড়িয়া লোকসভা এবং নোয়াপাড়া বিধানসভার উপনির্বাচনে হেরেছে। উলুবেড়িয়ায় বিরোধী দলের ভোট একসঙ্গে করলেও তৃণমূলের ধারেকাছে আসতে পারবে না। এদিন মমতা নাম না করে বিজেপিতে যোগ দেওয়া মুকুল রায়কে কটাক্ষ করেন। তিনি বলেন, কিছু গদ্দার আছে নিজেদের বাঁচার জন্য অনেক কিছু করে। এই সব গদ্দার ও বিশ্বাসঘাতকদের বিশ্বাস করবেন না। এই গদ্দারগুলো গেছে আমরা বেঁচে গেছি। দলটা বেঁচে গেছে। মমতা এদিন কেন্দ্রীয় বাজেটেরও সমালোচনা করেন।মমতা আরও বলেন, মানুষকে ভুল বোঝাচ্ছে বিজেপি। টাকা দিয়ে, বাইক দিয়ে বাংলা জয় করা যায় না। কিছু ভোট যেটা বিজেপি পাচ্ছে, সেটা সিপিএমের। কোথাও কোথাও কংগ্রেসের সঙ্গেও বিজেপির বোঝাপড়া রয়েছে। এখানে টাকার বিনিময়ে টিকিট বিক্রি হয় না। বাজেট প্রসঙ্গে মমতা বলেন, বিজেপির বাজেট বাম্বু মিশন গোবর্ধন বাজেট। কৃষকদের ঋণ মুকুব করেনি। কৃষকদের মাথায় করের চাপ রয়ে গেছে। বছরে ৪৮ হাজার কোটি টাকা ধার শোধ করতে হচ্ছে। তবুও উন্নয়ন করে যাচ্ছি। ৬৯ লক্ষ কিষান ক্রেডিট দিয়েছি। ২৫ লক্ষ বাড়ি তৈরি করে দিয়েছি। এদিনের সভায় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, ২০১৯-বিজেপি ভ্যানিস। বিজেপির বিদায় ঘন্টা বেজে যাবে। কার্যত এই প্রথম দক্ষিণবঙ্গের ১৭টি জেলা নিয়ে এত বৃহৎ পরিসরে ছাত্র-যুব সম্মেলনে দলের ছাত্র যুব সংগঠনের কর্মীদের জনসংযোগ আরও বাড়ানোর ওপর জোর দেন যুব তৃণমূলের সর্বভারতীয় সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। আগামী তিন চার মাসের মধ্যে রাজ্যে পঞ্চায়েত ভোট একথা স্মরণ করিয়ে দিয়ে দলের কর্মীদের উদ্দেশ্যে অভিষেক বলেন সমস্ত পরিষেবা মানুষ পাচ্ছে কিনা সেই দিকে নজর রাখুন। মানুষের পাশে থেকে সমস্যার কথা শুনুন। তা সমাধানের চেষ্টা করুন। উন্নয়নের নিরিখে আমাদের সঙ্গে লড়াইয়ে পেরে উঠতে না পেরে বিজেপি এখন মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করছে। এর জবাব রাজ্যের মানুষ ওদের দিয়ে দিয়েছে। কালই এই রাজ্যে ওরা দুগোল খেয়েছে। আর রাজস্থানে তিন গোল খেয়েছে। আগামী পঞ্চায়েত ভোটে দলীয় কর্মীরা যাতে কোনও আত্মতুষ্টিতে না ভোগে সেই দিকে নজর রাখার নির্দেশ দেন অভিষেক । তিনি বলেন ছাত্র যুবদের এখন থেকেই দলের কাজে ঝাঁপিয়ে পড়ার ডাক দেন অভিষেক। বুথ, ব্লক, অঞ্চল যার যেখানে যে দায়িত্ব আছে সেটা পালন করুন। নেতাদের সঙ্গে কর্মীদের সংযোগ রাখতে হবে। অভিষেক বলেন, বিরোধীরা যত সমালোচনা করবে ততই তৃণমূলের জয়ের ব্যবধান বাড়বে। আমাদের হাত আরও শক্ত হবে। কেন্দ্রে যে সরকার রয়েছে তাদের ঝেঁটিয়ে গঙ্গায় বিদায় দিয়ে ধর্মনিরপেক্ষ সরকার আনতে হবে। এদিনেরসম্মেলনে উপস্থিত ছিলেন অরূপ রায়, পার্থ চট্টোপাধ্যায়, ফিরহাদ হাকিম, শুভেন্দু অধিকারী, রাজীব বন্দ্যোপাধ্যায়, সুব্রত বক্সী, শোভনদেব চটোপাধ্যায় প্রমুখ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct