ভ্যালেন্টাইন ডে বা ভালোবাসার দিনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছ থেকে সত্যি ভালোবাসা পাওয়া যাবে কিনা তা যাচাই করতে চান দিল্লির শাহিনবাগের প্রতিবাদীরা। তারা শুক্রবার ভ্যালেন্টাইন ডে তে প্রধানমন্ত্রী মোদিকে আহবান জানিয়েছেন, তিনি যেন শাহীনবাগে আসেন। তাকে ভ্যালেন্টাইন ডের আমন্ত্রণ। তারা যথা বলতে চান। প্রধানমন্ত্রী কথা বলে জানান তাদের মনের কথা।
নাগরিকত্ব সংশোধনী আইন, এনআরসি ও এনপিআর এর বিরুদ্ধে তাদের আন্দোলন চলছে ১৫ ডিসেম্বর থেকে। তাই ভ্যালেন্টাইন ডে তে প্রধানমন্ত্রী বলে তাকে এসব নিয়ে ভালোবাসার গান শুনতে চান। একটা সারপ্রাইজ গিফট দিতে চান।
তাই দিল্লি জুড়ে প্রতিবাদীদের পোস্টার আর সোশ্যাল মিডিয়ায় প্রচার চলছে, প্লিজ প্রধানমন্ত্রী শাহীনবাগে আসুন আর আপনার গিফট নিয়ে যান ও আমাদের সঙ্গে কথা বলুন।
এ ব্যাপারে এক প্রতিবাদকারী সৈয়দ তাইসির আহমেদ যিনি শাহীনবাগে প্রথম দিন থেকেই আছেন, তিনি বলেন প্রধানমন্ত্রী এসে যদি আমাদের বোঝাতে পারেন যে সিএএ সংবিধান বিরোধী নয় তাহলে সেদিনই প্রতিবাদের সমাপ্তি ঘটানো হবে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct