মৌমাছি ভরা মৌচাক ভেঙে মধু খাওয়া, এমনটি সচরাচর দেখা কিংবা শোনা যায় না।তবে এক প্রজাতির পাখি আছে যারা এই কাজটা সাবলীলভাবেই করে। সেই পাখিটির নাম মধুবাজ। মৌচাক ভেঙে মধু খেতে অসাধারণ দক্ষতার জন্য এদের নামই হয়ে গিয়েছে মধুবাজ। বাজ বা ঈগল জাতীয় পাখিরা আকারে বড় ও শিকারি হয়। এর শরীরের মাপ ৬৫-৭২ সেন্টিমিটার। ওজন ১-১.৭৫ কেজি। বিশেষ বিশেষ ঋতুতে এদের গায়ের রং বদলায়। আবার বাচ্চারা জন্মে সাদা রং নিয়ে। রং বদলের কারণে এদের শনাক্ত করতে বেশ বেগ পেতে হয়। মধুবাজের বোজোনো ডানার আগা বা প্রান্ত কালো। পিঠ, ডানার উপরিভাগ ও লেজের উপরটা সাদাটে বাদামি। তার উপর কালচে রঙের টান জায়গায়। ঘাড়-মাথা সাদাটে। এদের মাথার পেছনে খোপা আছে। মেয়ে ও পুরুষ পাখি দেখতে একই রকম। এরা মৌচাক ভাঙে খুব কৌশলে। একটি বড় চাকে বারবার হামলা চালায় নানাভাবে। চাকে হামলা চালানোর আগেই মৌমাছিরা টের পেয়ে আক্রমণ করে। কিন্তু মধুবাজ ডানার বাড়িতে তাদের কুপোকাত করে। মধুবাজের প্রধান খাদ্য মধু। শিকারে এরা খুবই দক্ষ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct