নরেন্দ্র মোদি প্রধানমন্ত্রী হওয়ার পর তার বিদেশ ভ্রমণ নিয়ে বিরোধীরা প্রশ্নবাণে জর্জরিত করে তুলেছিল সংসদ। এছাড়া প্রশ্ন তোলা হয়েছিল নেহরু পরিবারের রাহুল সোনিয়াদের উপর থেকে এসপিজি নিরাপত্তা তুলে নেওয়া নিয়ে। যদিও কেন্দ্রের বিজেপি সরকারের তরফে বলা হয়েছিল খরচ কমাতে এই উদ্যোগ। এটা সত্যি ভারত আর্থিক দুর্দশায় ভুগছে। আর্থিক মন্দার কারণে অর্থনৈতিক প্রবৃদ্ধি বা জিডিপি হার কমে গেছে।
এই পরিস্থিতিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নিরাপত্তার জন্য খরচ নিয়ে ফের বিতর্ক উঠতে শুরু করেছে। সংসদে এক ডিএমকে সাংসদের প্রশ্নের উত্তরে কেন্দ্রীয় মন্ত্রী যে জবাব দিয়েছেন তা অবাক করার মতো। সংসদে বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নিরাপত্তায় কত টাকা খরচ করে কেন্দ্রীয় সরকার তা নিয়ে প্রশ্ন করেছিলেন তামিলনাড়ুর ডিএমকে সাংসদ দয়ানিধি মারান। তার জবাব দেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী জি কিষণ রেড্ডি। রেড্ডি জানান, স্বরাষ্ট্র মন্ত্রক গান্ধী পরিবারের উপর থেকে এসপিজি তুলে নেওয়ার পর এখন মাত্র তাদের একজনের জন্য এসপিজি নিরাপত্তা রয়েছে। তবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্য পূর্ণাঙ্গ এসপিজি নিরাপত্তা রয়েছে। এসপিজি’তে ৩ হাজার শক্তিশালী বাহিনী ও স্পেশ্যাল কমান্ডো রয়েছে। তবে আরো উন্নত মানের ও নিশ্ছিদ্র নিরাপত্তার উদ্যোগ নেওয়া হয়েছে।
খরচের প্রশ্নে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হলেন, এই কারনে সাধারণ বাজেটে নরেন্দ্র মোদির নিরাপত্তায় এসপিজি’র বরাদ্দ বাড়িয়ে ৭১৭ কোটি টাকা করা হয়েছে। গত বছরের তুলনায় যা ১০ শতাংশ বেশি। ২০১৯-২০২০ অর্থবর্ষে এসপিজির বরাদ্দ ছিল ৬৪৫ কোটি টাকা। সেই সময় মোট চারজন গুরুত্বপূর্ণ ব্যক্তির নিরাপত্তার দায়িত্বে ছিল এসপিজি। বর্তমানে শুধুমাত্র ৭০৯ কোটি টাকা প্রধানমন্ত্রীর নিরাপত্তার জন্য খরচ হয়।
কেন্দ্রীয় মন্ত্রীর এই বিবৃতি থেকে বিশ্লেষণ করলে দেখা যাচ্ছে, প্রতিদিন মোদির নিরাপত্তা দিতে খরচ হচ্ছে প্রায় ২ কোটি টাকা। আর প্রতি ঘণ্টায় খরচ হচ্ছে ৮ লাখ টাকা। সেই হিসেবে প্রতি মিনিটে ব্যয় হচ্ছে ১৩ হাজার ৪৬২ টাকা।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct