হাওড়া জেলার অন্যতম শহর উলুবেড়িয়ায় একটি নতুন বিশ্ব বিদ্যালয় গড়ার দাবি উঠল রাজ্য বিধানসভায়। বৃহস্পতিবার উলুবেড়িয়া পূর্ব কেন্দ্রের বিধায়ক ইদ্রিশ আলি বিধানসভায় বেশ কয়েকটি আবেদন জানান। তার মধ্যে অন্যতম হল উলুবেড়িয়ায় নতুন বিশ্ববিদ্যালয় স্থাপন। উল্লেখ্য, ইদ্রিশ আলী যখন বসিরহাটের সাংসদ ছিলেন তখন নিয়মিত এলাকার বিভিন্ন উন্নয়নের দাবি নিয়ে সংসদে সরব হয়েছিলেন। এবার উলুবেড়িয়া পূর্ব কেন্দ্রের বিধায়ক হওয়ার পর ওই এলাকার উন্নয়নের ক্ষয়ে বিধানসভায় আবেদন জানালেন। মূলত এলাকার ছেলেমেয়েদের যাতে উচ্চ শিক্ষার জন্য কলকাতা বা মেদিনীপুরে যেতে না হয়, উলুবেড়িয়াতেই সেই সুযোগ পান তার জন্যই এই আবেদন বলে জানান ইদ্রিশ আলি। তিনি জানান, বিষয়টি নিয়ে জনদরদী মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করা হবে, যাতে ভবিষ্যতে হাওড়া জেলায় একটা স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় গড়ে তোলা যায়।
এদিন উলুবেড়িয়ায় বিশ্ববিদ্যালয় গড়ে তোলা ছাড়াও ইদ্রিশ আলি উলুবেড়িয়া পৌরসভার অন্তর্গত কানোরিয়া জুট মিলটি খোলার আবেদন জানান। এ বিষয়ে তিনি বলেন, কানোরিয়া জুট মিলটি দীর্ঘদিন বন্ধ হয়ে আছে। ফলে শ্রমিকরা বেকার হয়ে যাচ্ছে।অনেককে অর্ধাহারে থাকতে হচ্ছে। মালিক পক্ষ এবং কিছু ইউনিয়ন-এর দালাল এক হয়ে মিলটি খোলার কোনো ব্যবস্থা করছে না।এমনকি বহু শ্রমিক এর বেতন ও বাকি আছে। তাই সরকারি উদ্যোগে অবিলম্বে কানোরিয়া জুট মিলটি খোলার ব্যবস্থা করা হোক। ইদ্রিশ আলি আরো বলেন, ওই এলাকায় আরো দুটি জুলমিলের অবস্থা শোচনীয়। সেদিকেও লক্ষ্য দেওয়ারও দাবি জানান তিনি।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct