দেশের বর্তমান রাজধানী দিল্লির বয়স ১৩ ফেব্রুয়ারি ১০৭ বছরে পড়ল। রাজধানী শহর এখন অবশ্য বৃহত্তর দিল্লিরূপে পরিগণিত। মোট ১৪৮৪ কিমি এলাকা জুড়ে বৃহত্তর দিল্লির মধ্যে রয়েছে উত্তরপ্রদেশের গাজিয়াবাদ, ফরিদাবাদ, নয়ডা ও হরিয়ানার গুরগাঁও। এই সব এলাকা মিলেই দিল্লি এনসিটি। জনসংখ্যার দিক থেকে মুম্বাইয়ের পর দিল্লির স্থান।
১০৭ বছর আগের দিল্লি আর এখানকার দিল্লি অনেক তফাৎ। এখন পরিবহনে উল্লেখযোগ্য ভূমিকা নিয়ে চলেছে মেট্রো রেল। তবে দেশের শীর্ষ শহর গুলির সঙ্গে রাজধানীর রেল সংযোগ এখনো অপরিহার্য। ১৯১১ সালে কলকাতা থেকে দেশের রাজধানী দিল্লিতে স্থানান্তরিত হওয়ার পর থেকেই শুরু হয় সার্বিক বিন্যাস। এত জাঁকজমক ছিল না ১০৭ বছর আগে। সেই সময়কার দিল্লির প্রতিচ্ছবি ফুটিয়ে তুলেছেন কার্টুনিস্ট @Mali .
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct