মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার ভারত সফরের শুরু করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির রাজ্য দিয়ে। আগামী ২৪ ফেব্রুয়ারি ট্রাম্পের প্রথম ভারত সফর শুরু হবে আহমেদাবাদের মোতেরার সরদার বল্লভ ভাই প্যাটেল স্টেডিয়ামে। ট্রাম্প বিমানযোগে নামবেন সরদার বল্লভ ভাই প্যাটেল আন্তর্জাতিক বিমানবন্দরে। তারপর তিনি আহমেদাবাদ থেকে গান্ধীনগরের সৌন্দর্য দেখবেন এবং তারপর যাবেন সরদার প্যাটেল স্টেডিয়ামে।
ট্রাম্পের এই সফরে প্রধানমন্ত্রী মোদি কোনোভাবেই দেখাতে চাইছেন না গুজরাটের বস্তির হল। তাই তোলা হচ্ছে উঁচু দেওয়াল। আহমেদাবাদ থেকে গান্ধীনগর যাওয়ার পথে আধ কিলোমিটারর বেশি দীর্ঘ পাঁচিল দেওয়ার কাজ চলছে। আহমেদাবাদ মিউনিসিপ্যাল করপোরেশন এই পাঁচিল দেইয়ার কাজ শুরু করেছে। পাঁচিলটি উঁচু হবে ছ থেকে সাত ফুট। তারপর পাঁচিকের সৌন্দর্যায়নের কাজ করা হবে। এভাবে রাতারাতি পাঁচিল ঘিরে দেওয়ার উদ্যোগ নেওয়ায় প্রশ্ন উঠছে মোদি রাজ্যের উন্নয়ন নিয়ে। যে গুজরাটকে উন্নয়নের প্রতীক হিসেবে ভাবা হত সেখানে কি বস্তিগুলোর উন্নতি হয়নি। তা না হলে হঠাৎ কেন বস্তি না দেখতে পাঁচিল তোলা হচ্ছে। বস্তির হতশ্রী চেহারা দেখে পাচ্ছে ট্রাম্প কোনো মন্তব্য করেন ফেলেন, সেই ঝুঁকি কোনোভাবেই নিতে চাইছেন না মোদি।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct