উত্তরপ্রদেশের মিরাট শহরে কিছুদিন আগে হচ্ছিল নাগরিকত্ব সংশোধনী আইন বিরোধী বিক্ষোভ সমাবেশ। তাতে অংশ নেওয়া মুসলিমদের উদ্দেশ্যে মিরাটের পুলিশ সুপার অখিলেশ নারায়ণ সিং বলেছিলেন, ভারতে থাকবে আর সিএএ বিরোধী বিক্ষোভ দেখাবে? তাহলে পাকিস্তানে চলে যাও। একজন সরকারি পদাধিকারীর এই ধরনের মন্তব্য বিতর্কের ঝড় ওঠে। ভারতীয় নাগরিকদের এভাবে পাকিস্তানে চলে যাও বলায় ওই এসপির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি ওঠে। কিন্তু যোগী সরকার কোনো পদক্ষেপ করেনি। এ নিয়ে এক সাংসদ লিখিতভাবে জানতে চেয়েছিলেন সরকার কি ব্যবস্থা নিয়েছে ওই এসপির বিরুদ্ধে। এ প্রসঙ্গে মঙ্গলবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী জি কিষাণ রেড্ডি সংসদে জানান, ওই এসপির বিরুদ্ধে জাতীয় মানবাধিকার কমিশন নোটিশ দিয়েছে মাত্র। ওই এসপির বিরুদ্ধে মৌখিক ভাবে মানবাধিকার হরণের অভিযোগ আনা হয়েছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct