আশির দশকের একটা ঘটনার কথা অনেকের মনে থাকতে পারে। তামিলনাড়ুর মিনাক্ষীপুরমে একসঙ্গে ১০ হাজার দলিত ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। তখন সামাজিক অস্পৃশ্যতার জন্য সিদ্ধান্ত নিয়েছিলেন। এবার প্রায় একই ঘটনা ঘটতে চলেছে তামিলনাড়ুর কোয়েম্বাটুরের মেটুপালায়ামে। সেখানে ন্যায়বিচার না পাওয়ার অভিযোগে প্রায় ৪৩০ যান দলিত ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। আর এখন আরো সবাই অপেক্ষায় রয়েছেন ধীরে ধীরে ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য।
জানা গেছে, একটা দেওয়াল চাপা পড়ে ১৭ জন দলিতের মৃত্যু হয়েছিল। ওই গ্রামে ৩০০০ দলিতের বাস। তারা ক্ষতিপূরণ সহ কোনো সুরাহা পাননি। তাদেরকে দুর্গা মন্দিরে ঢুকতে দেওয়া হয় না। এক ঘরে করে রাখা হয়েছে। সেই ক্ষোভ থেকেই হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহন বলে দলিতরা জানিয়েছেন ইন্ডিয়া টুডের সাংবাদিককে।
এ ব্যাপারে তামিল পুলিগাল কাচির সাধারণ সম্পাদক ইললাভেনিল জানিয়েছেন, আইন মেনেই হলফনামা দিয়ে ৪৩০ জন দলিত ইসলাম ধর্ম গ্রহন করেছেন। বাকিরা আস্তে আস্তে করবেন। তিনি বলেন, আম্বেদকর যেভাবে হিন্দু ধর্ম ছেড়ে বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন সেভাবে আমরা ইসলাম ধর্ম গ্রহণ করেছি।
মার্ক্স নামে এক দলিত যিনি এখন আবদুল্লাহ নাম নিয়েছেন তিনি ইন্ডিয়া টুডে কে বলেছেন, দুর্গা মন্দিরে যাওয়া নিষেধ দলিতদের। চায়ের দোকানেও জাতপাত, সরকারি বাসে একসঙ্গে বসতে পারি না। এভাবে অমানবিক ব্যবহার পেয়ে ইসলাম গ্রহণের সিদ্ধান্ত।
যদিও তারা ধর্ম পরিবর্তন নিয়ে যে হলফনামা পেশ করেছেন, তাতে লিখেছেন, আমরা ধর্মে হিন্দু, জন্মসূত্রে আমরা অরুণ ঠাঠিয়ার শ্রেণীর। হিন্দু ধর্মের প্রতি আমাদের শ্রদ্ধা আছে,ঘৃণা নেই। তবে ইসলাম নিয়ে আমরা তিন বছর ধরে চর্চা করছি। তারপর ইসলাম গ্রহণের সিদ্ধান্ত নিয়েছি।
তবে এই খবর বিশ্ব হিন্দু পরিষদ কিংবা বজরং দল পেয়েছে কিনা জানা নেই।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct