শিক্ষা প্রতিষ্ঠানে কোনো ধরনের ধর্মীয় শিক্ষা দেওয়া চলবে না। তাই অসমে সরকারি মাদ্রাসাগুলিকে এবার ইসলাম ধর্ম সংক্রান্ত বিষয় বাদ দিয়ে সাধারণ বিষয় পড়ানো হবে। একই সঙ্গে সংস্কৃত টোলগুলিতে সাধারণ শিক্ষার ব্যবস্থা করা হবে। বুধবার এই হুঁশিয়ারি দেন অসমের শিক্ষামন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা।
তিনি বলেন, এর জন্য আইন করা হচ্ছে। সরকার যেহেতু ধর্মনিরপেক্ষ, তাই সরকার পরিচালিত মাদ্রাসায় ধর্মীয় শিক্ষা দেওয়া চলবে না। আগামী দু মাসের মধ্যে এ নিয়ে আইন করা হবে। অসমে ১২০০ সরকারি মাদ্রাসা আর ২০০ সংস্কৃত টোল আছে। সেগুলিতে সাধারণ শিক্ষা বাধ্যতামূলক করা হবে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct