অসমে জাতীয় নাগরিকপঞ্জির চূড়ান্ত তালিকা প্রকাশের পর তা অনলাইনে দিয়ে দেওয়া হয়েছিল। সেই তালিকা দেখে অসমের মানুষ মেলাচ্ছিলেন তাদের নাম ওই তালিকায় আছে কিনা। কিন্তু হঠাৎ সেই তালিকা আর অনলাইনে দেখা যাচ্ছে না। ফলে বিপদে পড়েছেন মূলত অসমের বাংলা ভাষী মানুষেরা।
মঙ্গলবার বিষয়টি নিয়ে অসম বিধানসভায় লিখিতভাবে জানিয়ে ব্যাখ্যা দাবি করেন বিরোধী দলনেতা দেবব্রত শইকিয়া। তিনি বলেন, এনআরসির ওয়েবসাইট থেকে উধাও হয়ে গেছে চূড়ান্ত তালিকা। তাই কেন এমন হল জানতে চাই।
এ বিষয়ে এক এনআরসি অফিসার বলেন, অনলাইনে এই তালিকা দেখভালের দায়িত্বে ছিল উইপ্রো। কিন্তু ১৫ ডিসেম্বর এনআরসির নতুন অসম কোঅর্ডিনেটর হিসেবে হিতেশ দেব শর্মা দায়িত্ব নেওয়ার পর ওই তালিকা আর দেখা যাচ্ছে না। এর পিছনে ষড়যন্ত্র রয়েছে বলে অভিযোগ করেন অসমের বিরোধী দলনেতা। যদিও গুয়াহাটিতে এনআরসি কর্তারা বলছেন, উইপ্রোকে নির্দেশ দেওয়া হয়েছে তালিকা যাতে ফের অনলাইনে দেখা যায়।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct