করোনা ভাইরাসের পর এক নতুন ধরনের ভাইরাসের সন্ধান পেলেন বিজ্ঞানীরা। তবে তা করোনা ভাইরাসের মতো মারাত্মক নয়। এমনকি ভাইরাসটি মানবদেহের জন্য কোনো ক্ষতিকারক নয়। সম্প্রতি ব্রাজিলের বিজ্ঞানীরা নতুন এক ধরনের ভাইরাস আবিষ্কার করেছেন। অজানা জিন দিয়ে তৈরি এই ভাইরাসটি সম্বন্ধে একেবারেই অজানা। ভাইরাসটির প্রায় ৯০ শতাংশ সম্পর্কে বিজ্ঞানীদের কোনো ধারণা নেই।
যদিও বিজ্ঞানীরা নতুন প্রজাতির এই ভাইরাসটির নাম দিয়েছেন ‘ইয়ারাভাইরাস ব্রাসিলিয়েনসিস’ বা ‘ইয়ারাভাইরাস’। ব্রাজিলের উপকথার দেবতা নামানুসারে এই নামকরণ করা হয়েছে। ব্রাজিলের বেলো হরিজোনটে শহরের পামপুলহা লেক থেকে নতুন প্রজাতির এই ভাইরাসটির সন্ধান পান বিজ্ঞানীরা। ভাইরাসবিদ ও গবেষকরা সম্প্রতি যে কটি ভাইরাসের সন্ধান পেয়েছেন তার মধ্যে একটি প্রজাতির নাম দেওয়া হয়েছে জায়ান্ট ভাইরাস। তবে সেটি মানবদেহের বিপদের কারণ হয়ে দাঁড়াবে না। অপেক্ষাকৃত বড় প্রোটিন শেলের কারণে এই নাম দিয়েছেন বিজ্ঞানীরা। এই জায়ান্ট ভাইরাসের জেনেটিক বৈশিষ্ট্য জটিল প্রকৃতির। তাদের জেনেটিক বৈশিষ্ট্য বিজ্ঞানীদের ধারণার বাইরে বা সাধারণ ভাইরাসের মতো নয়। বিজ্ঞানীরা বলছেন, নিজস্ব ডিএনএ পুনর্গঠন বা নকল করতে সক্ষম এই ভাইরাস। তবে নতুন আবিষ্কৃত ইয়ারাভাইরাস জায়ান্ট ভাইরাস থেকে ভিন্ন।