বিশ্বজুড়ে মহামারীর আকার ধারণ করেছে করোনা ভাইরাস। ইতিমধ্যে, বিশ্ব স্বাস্থ্য সংস্থা লাল সতর্কতা জারি করেছে। তার মধ্যেই এবার বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা হু এই মারণ ভাইরাসের নাম পাল্টে দিল। যে বিষয়ে মঙ্গলবার হু ঘোষণা করেছে, চিনের হুবেই প্রদেশের ইউহান শহর থেকে উৎপন্ন হয় করোনা ভাইরাস ছড়িয়ে পড়েছে বিশ্বব্যাপী। এবার এই মারণ ভাইরাসের সরকারি নাম হবে ‘কোভিড -১৯’। সেইসঙ্গে হু এই রোগটি বিশ্বের জন্য মারাত্মক হুমকি হস্যে দাঁড়িয়েছে।
এ বিষয়ে হু-র প্রধান টেড্রোস অ্যাডনম ঘেরবাইয়াস জেনেভাতে সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন, করোনা ভাইরাসের রোগের একটা নামকরণ করা রয়েছে। আর সেটি হল ‘কোভিড -১৯’।
কেন এই নামকরণ সেটা ব্যাখ্যা করে টেড্রোস বলেন, ‘সিও’ বলতে ‘করোনা’, ‘ভিআই’ বলতে ভাইরাস এবং ‘রোগ’ এর জন্য ‘ডি’ বোঝায়। আর ‘১৯’ বছরের জন্য। কারণ করোনা ভাইরাসের প্রথম সন্ধান পাওয়া যায় ২০১৯ সালের ৩১ ডিসেম্বর।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct