হ্যাকারদের কবলে পড়তে পারে ৯০ শতাংশ জিমেইল অ্যাকাউন্ট। খোদ মার্কিন সার্চিং জায়ান্ট গুগল এই আশঙ্কার কথা জানিয়েছে,। গত ২০ জানুয়ারি ক্যালিফোর্নিয়ায় সিকিউরিটি কনফারেন্স ইউজেনিক্স এনিগমা ২০১৮-এ গুগল এর শীর্ষ প্রযুক্তিবিদরা এই আশঙ্কার কথা ব্যক্ত করেছেন। তাদের মতে, ৯০ শতাংশেরও বেশি জিমেইল অ্যাকাউন্ট ব্যবহারকারী নিরাপত্তা নিয়ে প্রশ্ন রয়ে গেছে। কারণ এইসব অ্যাকাউন্ট হ্যাক করতে পারে সাইবার দুর্বৃত্তরা।
ক্যালিফোর্নিয়ায় সিকিউরিটি কনফারেন্স -এ গুগল প্রযুক্তিবিদ গ্রেগর মিলকা বলেছেন, ‘এ পর্যন্ত মাত্র ১২ শতাংশ মার্কিনি তাদের অ্যাকাউন্ট সুরক্ষিত রাখতে পাসওয়ার্ড ম্যানেজার ব্যবহার করেন।’ দুই স্তরের যাচাই ব্যবস্থা হল অনলাইন অ্যাকাউন্ট সুরক্ষিত করার সবচেয়ে কার্যকরী উপায়, দাবি করেন মিলকা।
গুগল প্রযিক্তবিদদের বক্তব্য, গ্রাহকের অ্যাকাউন্টে প্রবেশ করতে হ্যাকারদের জন্য সবচেয়ে ভালো উপায় হল পাসওয়ার্ড হাতিয়ে নেয়া। সব গ্রাহক বিশেষ করে যারা প্রাতিষ্ঠানিক অ্যাকাউন্ট ব্যবহার করেন তাদের অবিলম্বে দুই স্তরের যাচাই ব্যবস্থা চালু করা উচিত।
উল্লেখ্য, গুগলের দুই স্তরের যাচাইকরণ ব্যবস্থায় গ্রাহকের মোবাইল ফোনে বার্তা পাঠিয়ে অ্যাকাউন্ট যাচাই করা হয়। ২০১১ সালে এ ব্যবস্থা চালু করে প্রতিষ্ঠানটি। গ্রাহকের জন্য নিরাপত্তা আরও বাড়াতে সাম্প্রতিক সময়ে বেশকিছু নতুন উদ্যোগ নিয়েছে গুগল।এতে অ্যাকাউন্টে লগইন করতে কিছুটা বেশি সময় লাগলেও সাইবার হামলা থেকে সুরক্ষিত থাকার এটি সবচেয়ে ভালো উপায় বলে দাবি করেছে গুগল।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct