যতই দিন যাচ্ছে করোনা ভাইরাসের জেরে চীনে মৃতের সংখ্যা ততই বেড়ে চলেছে। এরই মধ্যে এই ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা হাজার ছাড়িয়েছে। করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের ভালোভাবে চিকিৎসা সেবা দেওয়ার জন্য উহানের মহিলা নার্সরা নিজেদের মাথার লম্বা চুলও কেটে ফেলে দিচ্ছেন। সুরক্ষা সামগ্রী ভালোভাবে ব্যবহার এবং নিজেদের মাধ্যমে করোনাভাইরাস যাতে না ছড়ায়, সেই জন্যই ন্যাড়া হচ্ছেন চীনা নার্সরা। মহিলা সেবিকারা নিজেদের মাথা ন্যাড়া করে ফেলার ফলে সংক্রমণের ঝুঁকি কমার পাশাপাশি স্বল্প সময়ে চিকিৎসা দেওয়ার জন্য পোশাক পরে প্রস্তুত হতে পারছেন। তাছাড়া দেশের এ দুর্যোগ কালে নার্সদের কাছে প্রতিটি মুহূর্তের মূল্য অনেক, চুলের বাড়তি যত্নও নিতে হচ্ছে না তাদের। চুল না থাকার ফলে সুরক্ষার জন্য পরিধান করা পোশাক ভালোভাবে ত্বকের সংস্পর্শে আসছে। মহিলাদের লম্বা চুল থাকার কারণে করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের সেবায় কিছুটা হলেও সমস্যা হয়।